রিচার্জের ওপর ১০০% বোনাস দিচ্ছে গ্রামীণফোন!

গ্রামীণফোন প্রিপেইড মোবাইলে ২৮ বা ৫৮ টাকা রিচার্জ করলেই পাওয়া যাবে ১০০% বোনাস আর সেই সাথে থাকছে বিশ্বকাপ ফুটবল এসএমএস প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ।

১২ই জুন ২০১৪ থেকে শুরু হয়ে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত শুধুমাত্র গ্রামীণফোন প্রিপেইড গ্রাহকদের জন্য এই অফার চলবে।

নিশ্চিন্ত, বন্ধু, ডিজুস, আমন্ত্রণ, স্মাইল, সহজ, আপন, স্পন্দন, বিজনেস সল্যুশন ১,২,৩, সফল এবং ৫, একতা ১,২,৩ ও ৪ গ্রাহকরা অফারটি উপভোগ করতে পারবেন।

শর্তসমূহ:

  • বোনাস শুধুমাত্র জিপি-জিপি ভয়েস কলে ব্যবহার করা যাবে ২৪ ঘন্টার জন্য।
  • বোনাসের মেয়াদ থাকবে ২ দিন (রিচার্জের দিন থেকে শুরু করে)।
  • *৫৬৬*৮# নাম্বারে ডায়াল করে বোনাসের পরিমাণ দেখা যাবে।
  • রিচার্জ শুধুমাত্র ই.আর.এস (ফ্লেক্সিলোড) বা ইমপ্লয়ি ফ্লেক্সিলোডের মাধ্যমে করতে হবে। ব্যালেন্স ট্রান্সফার এই ক্ষেত্রে প্রযোজ্য নয়।
  • বিজনেস সলিউশন প্রিপেইড প্যাক ও সফল গ্রাহকেরা ৩০ টাকা বা তার চেয়ে বেশি রিচার্জে যে ১০% বোনাস পেয়ে থাকেন এক্ষেত্রে তা প্রযোজ্য হবে না।
  • বোনাস ব্যবহারের সময়ে মাই জোন ট্যারিফ কার্যকর হবে না।
  • বান্ডল অফার বা ২৫ পয়সা অফার নেয়া হলে প্রথমে বান্ডল মিনিট সমূহ ব্যবহৃত হবে।
  • আর্জেন্টিনা বা ব্রাজিল সাপোর্টাররা একটি রিচার্জ প্রতিযোগীতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগীতায় অংশ নিতে ও ডিনারের সুযোগ পেতে গ্রাহককে একটি ফ্রি রেজিস্ট্রেশন করতে হবে।
  • আর্জেন্টিনা সাপোর্ট করতে টাইপ করতে হবে A আর ব্রাজিলকে সাপোর্ট করতে হলে টাইপ করতে হবে B এবং পাঠিয়ে দিতে হবে ৮২৮২ নাম্বারে (ফ্রি)। রেজিস্ট্রেশন শুধুমাত্র একবার করাই যথেষ্ট। প্রতি দল থেকে ১১ জন সর্বোচ্চ রিচার্জকারী প্রতিযোগীতা শেষে একজন অতিথিসহ ডিনারের সুযোগ পাবেন।

আরও বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন গ্রামীণফোনের এই অফিসিয়াল সাইট।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *