ট্রুকলার অ্যাপটির মাধ্যমে কল কে করছে তা আইডেন্টিফাই করার পাশাপাশি স্প্যাম কল ব্লক করা যায়। অধিকাংশ ট্রুকলার ইউজার এসব সুবিধার জন্য তাদের ফোনের ডিফল্ট কলিং অ্যাপের পরিবর্তে সরাসরি ট্রুকলার ব্যবহার করে থাকেন।
এবার এই অ্যাপটিতে চলে এলো এআই এসিস্ট্যান্ট সুবিধা যা ব্যবহারকারীদের নিজের ভয়েস রেকর্ড করে তৈরী করা যাবে। মাইক্রোসফট এর আজুর এআই স্পিচের সাথে পার্টনারশিপের মাধ্যমে নিজেদের অ্যাপে এই সুবিধা নিয়ে এসেছে ট্রুকলার। রেকর্ড করা ক্লিপ থেকে ব্যবহারকারীদের ভয়েসের এআই ভার্সন তৈরি করতে সাহায্য করবে এই ফিচার।
ট্রুকলার এআই এসিস্ট্যান্ট ইনকামিং কল যাচাই করে ও ব্যবহারকারীদের জানায় কেনো কেউ কল করছে।
কলের কারণ দেখার পর একজন গ্রাহক কিভাবে রেস্পন্ড করতে চান তা নির্বাচন করতে পারবেন, ফোন তুলে কল এর উত্তর দেওয়ার পাশাপাশি এসিস্ট্যান্ট দ্বারাও কল আন্সার করা যাবে। উক্ত এসিস্ট্যান্ট সুবিধা ট্রুকলার অ্যাপে সর্বপ্রথম ২০২২ সালে কিছু কিছু দেশে চালু করা হয়। ব্যবহারকারীদের কাছে কিছু নির্দিষ্ট ভয়েস প্রিসেট থাকবে নিজেদের রিপ্রেজেন্ট করার জন্য। ট্রুকলার এর ভাষ্যমতে ব্যবহারকারীদের নিজের ভয়েস রেকর্ড করে তা দ্বারা এআই ভার্সন তৈরীর ফলে এই সুবিধা ব্যক্তিগত ছোঁয়া পাবে।
আজুর এআই স্পিচ মাইক্রোসফট বিল্ড কনফারেন্সে সর্বপ্রথম দেখানো হয়, যাতে একটি পার্সোনাল ভয়েস ফিচার রয়েছে যা ব্যবহারকারীদের ভয়েস রেকর্ড ও রেপ্লিকেট করার সুযোগ প্রদান করে। তবে আপাতত এই পার্সোনাল ভয়েস ফিচারটি কিছু নির্দিষ্ট ব্যবহারকারী ও নির্দিষ্ট ব্যবহারের ক্ষেত্রের জন্য উন্মুক্ত রয়েছে।
মাইক্রোসফট জানায় আজুর এআই স্পিচ দ্বারা তৈরী ব্যক্তিগত ভয়েসে ওয়াটারমার্ক এড করা হয় যাতে আসল ও এআই জেনারেটেড ভয়েসকে আলাদাভাবে ডিটেক্ট করা যায়। এছাড়া এই সেবা ব্যবহার করে যাতে কোনো ধরনের ধোঁকাবাজি করা না হয় সেই লক্ষ্যে ফিচারটি ব্যবহারের কিছু নীতিমালা রাখা হয়েছে।
ট্রুকলার এর এই নতুন ফিচারের হাত ধরে ভয়েসমেইল মেসেজের পরবর্তী প্রজন্ম আসতে যাচ্ছে। পূর্বে অনেক কোম্পানি তাদের স্মার্টফোনে এআই ব্যবহার করে কলের উত্তর দেওয়ার ফিচার প্রদান করলেও নিজস্ব এআই ভয়েস ব্যবহার করে কলের উত্তর দেওয়ার ঘটনা এই প্রথম।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।
Good