বিকাশ একাউন্ট খুলে ১২৫ টাকা বোনাস নেয়ার সুযোগ

বিকাশ অ্যাপ থেকে পাওয়া যাবে ১২৫ টাকা পর্যন্ত বোনাস- নতুন গ্রাহকদের জন্য এই অফার প্রযোজ্য। এই পোস্টে জানবেন নতুন গ্রাহকরা কিভাবে বিকাশ অ্যাপের মাধ্যমে খুব সহজে প্রয়োজনীয় লেনদেন করে ১২৫টাকা পর্যন্ত বোনাস পাবেন। 

বিকাশ অ্যাপে ১২৫টাকা বোনাস – bKash 125TK Bonus

বিকাশ অ্যাপ থেকে জাতীয় পরিচয়পত্র ও নিজের ছবি তুলে একাউন্ট খোলা যাবে। সেই সাথে পাওয়া যাবে ১২৫টাকা পর্যন্ত বোনাস। একাউন্ট খোলার পর কিছু সাধারণ কাজ করে পাওয়া যাবে এই বোনাস। বিকাশ অ্যাপে একাউন্ট খোলার পর যেসব কাজ করে বোনাসসমূহ পাওয়া যাবেঃ

  • অ্যাপ ব্যবহার করে একাউন্ট খুললে ১০টাকা বোনাস (একাউন্ট খোলার ৭২ ঘণ্টার মধ্যে অ্যাপ থেকে পিন সেট করতে হবে)
  • অ্যাপে প্রথমবারের মত লগিন করলে ১৫টাকা বোনাস
  • অ্যাপ থেকে যেকোনো নাম্বারে রিচার্জ করলে ২৫টাকা বোনাস

লগইনের ১ম দিন হতে ৩০ তম দিন মধ্যে ১৫৫০ টাকা কার্ড থেকে বিকাশ একাউন্টে অ্যাড মানি করলেই পাচ্ছেন ১৫ টাকা ক্যাশব্যাক। অ্যাপ হতে যেকোনো পরিমান বিল প্রদান করলে পাবেন ৫ টাকা ক্যাশব্যাক। অতঃপর বিকাশ অ্যাপ হতে ১৫৫০ টাকা সেন্ড মানি করলেই পাবেন ৫ টাকা ক্যাশব্যাক। প্রথম লগইনের প্রথম ৩০ দিনের মধ্যে এই কাজগুলো করতে হবে। অর্থাৎ আপনি যদি পুরো বোনাসটি নিতে চান তাহলে আপনাকে ধাপে ধাপে কাজগুলো করতে হবে।

উল্লেখিত সকল বোনাস এপ্রিল মাসের ১১তারিখ শুরু হয়েছে ও চলবে জুন মাসের ৩০তারিখ পর্যন্ত।

প্রথমবার রিচার্জ করার পরবর্তী মাসে পাওয়া যাবে আরো কিছু বোনাস, এই বিকাশ বোনাস অফারগুলো হলোঃ

  • বিকাশ অ্যাপ ব্যবহার করে ৫০০টাকা থেকে ১০০০টাকা পর্যন্ত সেন্ড মানি করলে ১০টাকা  বোনাস
  • ডেবিট কার্ড থেকে বিকাশে ১০০০টাকা এড মানি করলে ৩০টাকা বোনাস
  • বিকাশ অ্যাপ ব্যবহার করে ৫০০টাকা বা তার অধিক পেমেন্ট করলে ১০টাকা বোনাস

আরো ভালভাবে বোঝার জন্য নিচের ছকটি দেখুন।

বিকাশ একাউন্ট খুলে ১২৫ টাকা বোনাস নেয়ার সুযোগ

বিকাশের ওয়েবসাইটে এই লিংক থেকে অফিসিয়াল পেজে আরও বিস্তারিত জানতে পারবেন।

যেসকল গ্রাহক ১ জানুয়ারী, ২০২২ তারিখ থেকে বিকাশ অ্যাপ ব্যবহার করে নতুন একাউন্ট খুলে পিন সেট করেছেন এবং প্রথমবার মোবাইল রিচার্জ করে অ্যাপে সক্রিয় হয়েছেন তারা অফারটির আওতাভুক্ত। অফারের শর্ত পূরণ হওয়ার পরে বিকাশ অ্যাপের হোম স্ক্রিনে মাই চ্যালেঞ্জ স্পেশাল অফার নামে একটি অপশন দেখতে পারবেন।

উল্লেখিত সকল উপায়ে বিকাশ থেকে মোট ১২৫ টাকা পর্যন্ত বোনাস পাওয়ার সুযোগ রয়েছে।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

বিকাশ একাউন্ট খুলে ১২৫ টাকা বোনাস নেয়ার সুযোগ

👉 বিকাশ একাউন্ট খোলার নিয়ম

অফার অনুযায়ী বোনাস পাওয়ার শর্তসমমূহ হলোঃ

  • উল্লেখিত সকল অফার শুধুমাত্র ক্যাম্পেইন চলাকালীন সময়ে যারা প্রথমবারেরত মত অ্যাপ ব্যবহার করে একাউন্ট খুলবেন তাদের জন্য প্রযোজ্য
  • অ্যাপ থেকে একাউন্ট খুলে ইনস্ট্যান্ট ১০টাকা বোনাস পাওয়া যাবে, এরপর অ্যাপে আবার লগিনে পাওয়া যাবে আরো ১৫টাকা বোনাস
  • একাউন্ট খোলার পর শুধুমাত্র অ্যাপে থেকে মোবাইল রিচার্জ এর ক্ষেত্রে ২৫টাকা বোনাস পাওয়া যাবে
  • ডেবিট কার্ড থেকে বিকাশে এড মানি করে ১৫টাকা বোনাস পেতে অবশ্যই বিকাশ অ্যাপ দ্বারা এড মানি করতে হবে
  • পে বিল করে পাওয়া যাবে ৫টাকা বোনাস
  • ১,৫৫০টাকা বা তার বেশি সেন্ড মানি করে বোনাস পেতে অবশ্যই বিকাশ অ্যাপ ব্যবহার করতে হবে
  • ৫০০টাকা থেকে ১০০০টাকা পর্যন্ত সেন্ড মানি করে ১০টাকা বোনাস পেতে সক্রিয় বিকাশ নাম্বারে সেন্ড মানি করতে হবে
  • বিকাশ অ্যাপ ব্যবহার করে ডেবিট কার্ড দ্বারা টাকা আনলে তবে ৩০টাকা বোনাস পাওয়া যাবে
  • ১০টাকা বোনাস পাওয়া যাবে অ্যাপ থেকে কমপক্ষে ৫০০টাকা পেমেন্ট করলে
  • উল্লেখিত সকল বিকাশ বোনাস অফার শুধুমাত্র অ্যাপ থেকে প্রথমবার লেনদেনের পরবর্তী দুই মাস পর্যন্ত পাওয়া যাবে
  • পিন সেট, লগিন ও প্রথমবার রিচার্জ এর বোনাস ছাড়া অন্য বোনাসগুলো পাওয়া যাবে লেনদেনের ২ কর্মদিবসের মধ্যে
  • উল্লেখিত বোনাসসমূহ পেতে অবশ্যই একাউন্ট ও লেনদেনের স্ট্যাটাস একটিভ থাকতে হবে। একাউন্টে কোনো সমস্যার কারণে ক্যাম্পেইন বোনাস না পেতেও পারেন
  • উল্লেখিত সব ধরনের অফার বোনাস সম্পর্কিত তথ্য যেকোনো সময় পরিবর্তনের অধিকার রাখে বিকাশ 

বিকাশের ওয়েবসাইটে এই লিংক থেকে অফিসিয়াল পেজে আরও বিস্তারিত জানতে পারবেন।

টিপসঃ বিকাশে এখন অনেক সেবা রয়েছে। এমনকি আপনি চাইলে বিকাশ সেভিংস ডিপিএস ওপেন করতে পারেন। বিকাশ অ্যাপ থেকেই টাকা সঞ্চয় করতে পারেন।

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *