রিয়েলমির সবচেয়ে কম দামি ফোন কোনটা? জানুন এখানে

বাংলাদেশের বাজেট ফোনের বাজারে প্রতিযোগিতামূলক প্রাইসিং ও অসাধারণ স্পেসিফিকেশন অফার করে নিজেদের ফোনগুলোকে অনন্য মাত্রায় নিয়ে গিয়েছে রিয়েলমি। বিশেষ করে রিয়েলমির এন্ট্রি লেভেলের স্মার্টফোন বেশ অনবদ্য। এই পোস্টে রিয়েলমির সবচেয়ে কম দাম কয়েকটি ফোন সম্পর্কে জানবেন।

অন্যান্য ব্র্যান্ডের তুলনায় যেহেতু রিয়েলমি বাংলাদেশের বাজারে কিছুটা নতুন একটি ব্র্যান্ড, তাই অন্যান্য ম্যানুফ্যাকচারারদের মত রিয়েলমির আগের মডেলের ফোনগুলো বাজারে কম দামে পাওয়া যায়না। চলুন জেনে নেওয়া যাক বাজারে পাওয়া যাচ্ছে রিয়েলমির এমন কম দামি কয়েকটি ফোন সম্পর্কে। 

রিয়েলমি সি৩০ – Realme C30

বর্তমানে বাজারে রিয়েলমির সবথেকে কম দামের ফোন Realme C30 । গত বছর বাজারে আসার পর ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ফোনটি। ফোনটির আউটলুক ও ডিজাইন সহজেই নজর কাড়ে। আর তাই অনেকেই ফোনটির প্রতি আগ্রহী হন প্রথম দেখাতেই।

ফোনটির সামনে দেখতে পাবেন ৬.৫ ইঞ্চির একটি এলসিডি ডিসপ্লে। দাম অনুযায়ী ডিসপ্লেটির মান অনেক উন্নত এবং এটি বেশ উজ্জ্বল। ৪০০ নিটস পর্যন্ত উজ্জ্বলতা থাকায় কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে মজা পাওয়া যায়। ফোনে ব্যবহার করা হয়েছে ইউনিসকের টাইগার টি৬১২ প্রসেসর। বাজেটের হিসেবে সেটি খুবই ভালো একটি প্রসেসর। ২ জিবি র‍্যাম ও অ্যান্ড্রয়েড গো এর সাথে মিলে ফোনটি যথেষ্ট সাবলীলভাবে সকল দৈনন্দিন কাজ সামলাতে পারে। সেই সাথে আছে ৩২ জিবি এর স্টোরেজ সুবিধা। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ চাইলে আরও বাড়িয়ে নেয়া যাবে।

ফোনের পিছনে ৮ মেগাপিক্সেলের একটি এআই ক্যামেরা রয়েছে। দিনের আলোতে ভালো সব ছবি তোলা যায় এই ক্যামেরায়। এছাড়া সামনে ৫ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাও পেয়ে যাবেন। ফোনের সবথেকে ভালো দিক এর ৫০০০ মিলিএম্পের বিশাল ব্যাটারি। ফলে এই ফোনটি ২ দিন পর্যন্ত সহজে ব্যাকাপ দিতে পারে। কাজেই সেকেন্ডারি ফোন হিসেবে এটি হতে পারে আপনার সেরা পছন্দ। ফোনটিতে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা বা টাইপ সি নেই। কিন্তু দামের হিসেবে বাকি সকল স্পেক পছন্দ হবে আপনার।

Realme C30

রিয়েলমি সি৩০ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি
  • প্রসেসরঃ ইউনিসক টাইগার টি৬১২
  • মেইন ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ২ জিবি
  • স্টোরেজঃ  ৩২ জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

রিয়েলমি সি৩০ এর দাম: ৯,৯৯৯ টাকা

রিয়েলমি সি৩০এস – Realme C30s

Realme C30s

রিয়েলমির সি৩০ মডেলের আরেকটু নতুন ও উন্নত ভার্সন এটি। এখানে খুব বেশি পরিবর্তন না থাকলেও আছে আগের মডেল থেকে বেশ কিছু উন্নতি। তবে বাইরের ডিজাইন ও আউটলুক আছে আগের মতোই সুন্দর। এছাড়া পাতলা এই ফোনটি ভালো লাগবে অনেকের কাছেই।

ফোনের সামনে পাবেন আগের মতোই ৬.৫ ইঞ্চির একটি এলসিডি ডিসপ্লে। তবে ফোনের পারফর্মেন্স সেকশনে এসেছে কিছুটা পরিবর্তন। এখানে রিয়েলমি অজানা একটি অক্টা কোরের প্রসেসর দিয়েছে। তবে এটি আগের মডেলের ইউনিসক চিপ থেকে আরও কিছুটা দ্রুতগতির। অ্যান্ড্রয়েড গো এবং ৩ জিবি র‍্যাম থাকায় এই ফোনের পারফর্মেন্স খুবই ভালো। সকল কাজ খুব স্মুথভাবে করা যায়।

এছাড়া ফোনে পাওয়া যাবে ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ। স্টোরেজ বাড়ানোর জন্য আলাদা মাইক্রোএসডি কার্ড স্লটও রয়েছে। ফোনের পিছনে আগের মতোই এক্তি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা আছে।

পরিবর্তন নেই ব্যাটারি সেকশনেও। ৫০০০ মিলিএম্পের বিশাল ব্যাটারি দীর্ঘ সময় ব্যাকাপ দেবে। তবে ফোনে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সাইড মাউন্টেড এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি অত্যন্ত ফাস্ট ও বাড়তি নিরাপত্তা দিতে সক্ষম। তবে পরিবর্তন হয় নি মাইক্রো ইউএসবি পোর্টের। এছাড়া এফএম রেডিও, জিপিএস, ব্লুটুথ ইত্যাদি সকল প্রয়োজনীয় কানেক্টিভিটি রয়েছে।

রিয়েলমি সি৩০এস এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি
  • প্রসেসরঃ অক্টা কোর
  • মেইন ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৩ জিবি
  • স্টোরেজঃ  ৬৪ জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

রিয়েলমি সি৩০এস এর দাম: ১২,৯৯৯ টাকা

রিয়েলমি সি২১ওয়াই – Realme C21Y

Realme C21Y

ফোনটি কিছুদিনের পুরনো মডেল হলেও এটি বেশ কম দামেই পাওয়া যায় বাজারে। কম দামের মধ্যেই ভালো ক্যামেরা সিস্টেম দিচ্ছে এই ফোনটি।

সামনে আছে উজ্জ্বল ও ভালো মানের একটি ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। ইউনিসকের কম বাজেটের চিপ টি৬১০ ব্যবহার করা হয়েছে এই ফোনে। ফোনটি দৈনন্দিন সাধারণ কাজগুলো ভালোভাবেই সামলাতে পারে। ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ থাকায় ফোনের পারফর্মেন্স বাজেট হিসেবে যথেষ্ট ভালো।

ফোনের মূল আকর্ষণ এর ট্রিপল ক্যামেরা সিস্টেম। মূল ১৩ মেগাপিক্সেলের ক্যামেরাটি থেকে খুব ভালো সব ছবি পাওয়া যায়। এছাড়া আছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ডেপথ ক্যামেরা। ফোনের সামনেও আছে ৫ মেগাপিক্সেলের একটি চলনসই সেলফি ক্যামেরা।

৫০০০ মিলিএম্পের বিশাল ব্যাটারি থাকায় ব্যাটারি লাইফ নিয়েও থাকছে না কোন চিন্তা। ফোনের বাড়তি ফিচার হিসেবে পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা। এছাড়া মাইক্রো ইউএসবি, ৩.৫ মিমি হেডফোন জ্যাক, এফএম রেডিও ইত্যাদি সুবিধাও পাবেন ফোনটিতে।

রিয়েলমি সি২১ওয়াই এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি
  • প্রসেসরঃ ইউনিসক টি৬১০
  • মেইন ক্যামেরাঃ ট্রিপল ক্যামেরা ( ১৩ + ২ + ২ মেগাপিক্সেল )
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৩ জিবি
  • স্টোরেজঃ  ৩২ জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

রিয়েলমি সি২১ওয়াই এর দাম: ১২,৯৯০ টাকা

রিয়েলমি ৫আই – Realme 5i

Realme 5i

রিয়েলমির আরেকটি পুরনো মডেলের ফোন এটি যেটি কম মূল্যে বাজারে পাওয়া যায়। ভালো ব্যাটারি ব্যাকাপ ও ক্যামেরার জন্য এই ফোনটি বেশ জনপ্রিয়।

ফোনের সামনে থাকছে ৬.৫২ ইঞ্চির একটি এলসিডি ডিসপ্লে। সেই সাথে আছে গরিলা গ্লাসের নিরাপত্তা। ফোনের প্রসেসর হিসেবে এই দামের সেরা প্রসেসর দেয়া হয়েছে, স্ন্যাপড্রাগন ৬৬৫। এই দামের ফোনের অন্যান্য সকল প্রসেসর থেকেই এই প্রসেসরটি বেশি শক্তিশালী। ফলে দৈনন্দিন কাজগুলো বা টুকটাক গেমিংয়ে কোন রকম ল্যাগের দেখা পাওয়া যাবে না। সেই সাথে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এই ফোনটিকে বাজেটের মধ্যে অন্যতম সেরা শক্তিশালী ফোন করেছে।

ফোনের পিছনে আছে ৪ টি ক্যামেরা। মূল ১২ মেগাপিক্সেলের ক্যামেরা ছাড়াও আছে ৮ মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। বাকি দুটি ক্যামেরা ম্যাক্রো ও ডেপথ ক্যামেরা। বাজেট হিসেবে খুবই ভালো ছবি তুলতে পারা যায় এই ফোন থেকে। সামনেও থাকছে ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা।

৫০০০ মিলিএম্পের বিশাল ব্যাটারি থাকায় ফোনটি সহজেই ২ দিন পর্যন্ত ব্যাকাপ দিতে পারবে আপনাকে। এছাড়া পিছনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল ব্যান্ডের ওয়াইফাই, এফএম রেডিও ইত্যাদি বিভিন্ন বাড়তি ফিচার পাওয়া যাবে ফোনের সাথে। 

রিয়েলমি ৫আই এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫২ ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৬৬৫
  • মেইন ক্যামেরাঃ কোয়াড ক্যামেরা ( ১২ + ৮ + ২ + ২ মেগাপিক্সেল )
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ  ৬৪ জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

রিয়েলমি ৫আই এর দাম: ১২,৯৯০ টাকা

রিয়েলমি নারজো ৩০এ – Realme Narzo 30A

Realme Narzo 30A

একদম কম বাজেটে ভালো পারফর্মেন্স আর গেমিং ফোন যারা খুঁজছেন তাদের জন্য রিয়েলমির সব থেকে কম দামের গেমিং কেন্দ্রিক ফোন এটি। খুবই ভালো প্রসেসর ও ফিচার নিয়ে ফোনটি বাজারে জনপ্রিয়তা পেয়েছে।

৬.৫ ইঞ্চির একটি ভালো মানের এলসিডি প্যানেল আছে ফোনে যা ৫৭০ নিটস পর্যন্ত উজ্জ্বল হতে পারে। ফলে গেমিং বা কন্টেন্ট ওয়াচিংয়ে বাড়তি সুবিধা পাওয়া যায় এই ডিসপ্লেতে। ফোনের মূল আকর্ষণ মিডিয়াটেকের হেলিও জি৮৫ প্রসেসর। এই বাজেট গেমিং প্রসেসরটি বেশ শক্তিশালী এবং দৈনন্দিন কাজ ও টুকটাক গেম খেলার ক্ষেত্রে খুবই ভালো পারফর্মেন্স দেয়। ফলে ফোনে কোন ল্যাগ দেখা যায় না। ৪ জিবি র‍্যাম থাকায় যে কোন কাজ খুব সহজে করা সম্ভব। ৬৪ জিবি স্টোরেজ আরও বাড়িয়ে নেয়া যায় মাইক্রো এসডি কার্ড ব্যবহারে।

ফোনের পিছনে ক্যামেরা হিসেবে দেয়া হয়েছে ১৩ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ। মূল ক্যামেরা থেকে দিনের আলোতে বেশ ভালো ছবি তোলা সম্ভব। এছাড়া সামনেও রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা।

ফোনের সবথেকে বড় ব্যাপার এর ৬০০০ মিলিএম্পের বিশাল সাইজের ব্যাটারি। ফোনটি থেকে অনায়াসে ২ দিনেরও বেশি ব্যাকাপ পাওয়া সম্ভব। এছাড়া ১৮ ওয়াটের ফাস্ট চার্জের সুবিধা থাকায় চার্জ দিতেও খুব বেশি সময় লাগে না। সব মিলিয়ে এই ফোনটিকে বলা যায় সবদিক থেকে ভারসাম্যপূর্ণ একটি ফোন এবং বাজেটের মধ্যে রিয়েলমির অন্যতম সেরা একটি ফোন।

রিয়েলমি নারজো ৩০এ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
  • মেইন ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা ( ১৩ + ২ মেগাপিক্সেল )
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ  ৬৪ জিবি
  • ব্যাটারিঃ ৬০০০ মিলিএম্প

রিয়েলমি নারজো ৩০এ এর দাম: ১২,৯৯০ টাকা

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *