অপোর সবচেয়ে কম দামি ফোন সম্পর্কে জানুন

বাংলাদেশের স্মার্টফোন মার্কেটে অপো বেশ পরিচিত একটি নাম। ডিজাইন সুন্দর হওয়ায় আমাদের দেশের মানুষ অপো’র ফোনগুলোকে বেশ পছন্দ করেন। সাধারণত অপো’র ফোনগুলো স্পেসিফিকেশন বিচারে বেশি দামের হয়ে থাকে। তবে এখানে বর্তমানে বাজারে থাকা অপোর অফিসিয়াল সবথেকে কম দামের কিছু ফোন নিয়ে আলোচনা করবো। তবে চলুন জেনে নেওয়া যাক অপোর সবচেয়ে কম দামি ফোনগুলো সম্পর্কে।

অপো এ১৬ – Oppo A16

অপোর অফিসিয়াল ফোনের মধ্যে সবথেকে কম দামে পাওয়া যাচ্ছে এই ফোনটি। ফোনটির দাম কম হলেও আছে বেশ কিছু অসাধারন ফিচার। বড় ব্যাটারি ও ভাল ক্যামেরার সাথে এই ফোনটি বাজেট ফোনের বাজারে অত্যন্ত জনপ্রিয়।

ফোনের সামনে আছে ৬.৫২ ইঞ্চির একটি বড় ও উজ্জ্বল এলসিডি ডিসপ্লে। এতে আইকেয়ার প্রযুক্তি থাকায় আপনার চোখের ক্ষতি হবে কম। এছাড়া পারফর্মেন্স দিতে থাকছে মিডিয়াটেকের হেলিও জি৩৫। প্রসেসরটি একটি বাজেট প্রসেসর। খুব একটা শক্তিশালী না হলেও প্রসেসরটির মাধ্যমে সহজেই দৈনন্দিন কাজগুলো করে ফেলা যাবে। এছাড়া টুকিটাকি গেম খেলা যাবে ফোনটির মাধ্যমে। তবে ভারি কাজে খুব একটা সাপোর্ট পাবেন না উক্ত চিপ থেকে।

৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ পাওয়া যাবে ফোনে। ফোনের মূল আকর্ষণ এর ১৩ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। মূল ক্যামেরা থেকে দিনের আলোতে ভালো ছবি তোলা সম্ভব। আর দুটি ক্যামেরা রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ডেপথ সেন্সর। সামনে পাবেন একটি ৮ মেগাপিক্সেলের ভালো মানের সেলফি ক্যামেরা। ফোনের ব্যাটারি ডিভাইসটির অন্যতম শক্তিশালী দিক।

৫০০০ মিলিএম্প ব্যাটারি থাকায় সহজেই ২ দিন পর্যন্ত ফোনটি থেকে ব্যাকাপ আদায় করে নেয়া যায়। তবে ফাস্ট চার্জ সুবিধা নেই কোনো। ভালো ব্যাপার হচ্ছে ফোনটিতে চার্জ দেয়ার জন্য আধুনিক ইউএসবি সি পোর্ট পাবেন। এছাড়া মাইক্রোএসডি কার্ড, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইত্যাদি বিভিন্ন বাড়তি সুবিধাও পাওয়া যাবে ফোনের সাথে।

Oppo A16

অপো এ১৬ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫২ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫
  • র‍্যামঃ ৩ জিবি
  • স্টোরেজঃ ৩২ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ক্যামেরা ( ১৩ + ২ + ২ মেগাপিক্সেল )
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

অপো এ১৬ এর দামঃ ১৩,৯৯০ টাকা

অপো এ১৬ই – Oppo A16E

Oppo A16E

অপোর এ১৬ ফোনটির একটি বিকল্প এই ফোন। তবে এটি আরো ভালো পারফর্মেন্স দিতে সক্ষম। কেননা এতে আরেকটু বেশি র‍্যাম পেয়ে যাবেন একি দামে। ফোনের সামনে আছে আগের মতই ৬.৫২ ইঞ্চির একটি এলসিডি প্যানেল। প্যানেলে একি আইকেয়ার প্রযুক্তিও দেয়া আছে।

তবে প্রসেসরের ক্ষেত্রে পার্থক্য পাওয়া যাবে। মিডিয়াটেকের হেলিও পি২২ প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। এটি একটি বাজেট প্রসেসর এবং খুব বেশি শক্তিশালী নয়। তবে ৪ জিবি র‍্যামের সাথে মিলে এই চিপ থেকেও দৈনন্দিন কাজ করার জন্য বেশ স্মুথ পারফর্মেন্স পাওয়া যায়। ফলে স্বাভাবিক কাজগুলো করতে তেমন সমস্যা হয় না। তবে গেমিং করতে চাইলে এই ফোনটি না কেনাই ভালো।

এই ফোনের পিছনে একটি ক্যামেরাই পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেলের। ক্যামেরা থেকে বাজেট অনুযায়ী ভালো ছবি তোলা যায় দিনের আলোতে। সামনের সেলফি ক্যামেরাটি মাত্র ৫ মেগাপিক্সেলের। এছাড়া ফোনের ব্যাটারি সেকশনেও আছে কিছুটা পরিবর্তন। এখানে পাওয়া যাবে মাত্র ৪২৩০ মিলিএম্পের ব্যাটারি। তবে এই ব্যাটারি থেকেও সহজেই একদিন ব্যাকাপ পাওয়া যাবে। তবে ফাস্ট চার্জের কোন সুবিধা থাকছে না এই ফোনেও। ফোনে চার্জ সেয়ার জন্য এখানে আছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট যা আধুনিক সময়ে এসে খুব একটা ভালো ফিচার নয়। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পাওয়া যাবে না এই ফোনটিতে।

অপো এ১৬ই এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫২ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও পি২২
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪২৩০ মিলিএম্প

অপো এ১৬ই এর দামঃ ১৩,৯৯০ টাকা

অপো এ১৭কে – Oppo A17k

Oppo A17k

খুব সুন্দর ডিজাইন, ওয়াটার রেজিস্ট্যান্ট ফিচার ও বড় ব্যাটারির একটি সুন্দর বাজেট ফোন এটি। ফোনের সামনেই পেয়ে যাবেন ৬.৫৬ ইঞ্চির একটি বড় ও উজ্জ্বল ভালো মানের এলসিডি ডিসপ্লে। ডিসপ্লেতে কনটেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে বাড়তি মজা পাওয়া যাবে।

ফোনের পারফর্মেন্স সেকশনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি৩৫ চিপ। এই বাজেটের মধ্যে এটি মোটামুটি মানের একটি চিপ এবং দৈনন্দিন সাধারন কাজগুলো করতে সমস্যায় পড়তে হবে না। এছাড়া ফোনের সাথে থাকছে ৩ জিবি র‍্যাম। তবে সফটওয়্যারের মাধ্যমে এই র‍্যাম আরও ৪ জিবি পর্যন্ত বাড়ানোর সুযোগ রেখেছে অপো। ফলে খুব সহজেই মাল্টি টাস্কিং করা যায়।

ফোনের পিছনে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা দেয়া হয়েছে। মোটামুটি মানের ছবি তোলে এই ক্যামেরাটি। তবে এই বাজেটে আর ভালো ক্যামেরা ফোন পাওয়া যায়। সামনে আছে চলনসই একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৫০০০ মিলিএম্পের বিশাল ব্যাটারি থাকায় এই ফোনের ব্যাকাপ সেরা। ২ দিন পর্যন্ত সহজেই এই ফোন চালানো যাবে। তবে নেই কোন ফাস্ট চার্জের সুবিধা। এছাড়া চার্জ পোর্ট হিসেবে পুরনো মাইক্রো ইউএসবি ব্যবহার করা হয়েছে। তবে ফোনের সাথে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়া আইপিএক্স৪ পানিরোধী হওয়ায় ফোনটির রয়েছে বাড়তি নিরাপত্তা। 

অপো এ১৭কে এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫২ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫
  • র‍্যামঃ ৩ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

অপো এ১৭কে এর দামঃ ১৩,৯৯০ টাকা

অপো এ৫৭ – Oppo A57

Oppo A57

খুব বেশি কম বাজেটের ফোন না হলেও এটি অপোর সবথেকে কম দামের ফোনের একটি। অল্প কিছু টাকা বাজেট বাড়ালেই এই ফোনের মাধ্যমে আপনি অসাধারন কিছু ফিচার উপভোগ করতে পারবেন। ফোনের সামনেই পাবেন ৬.৫৬ ইঞ্চির বড় এলসিডি স্ক্রিন। তবে হাই রিফ্রেশ রেট সুবিধা পাবেন না।

থাকছে মিডিয়াটেকের হেলিও জি৩৫ প্রসেসর যেটি বর্তমানে অপোর বেশিরভাগ বাজেট ফোনেই দেয়া হচ্ছে। এর পারফর্মেন্স দাম হিসেবে মধ্যম মানের। অর্থাৎ দৈনন্দিন স্বাভাবিক কাজে এটি বেশ ভালো। তবে ভারী কাজ বা গেমিংয়ের ক্ষেত্রে এই চিপটি এড়িয়ে চলাই ভালো। ৪ জিবি র‍্যাম পারফরমেন্সের ক্ষেত্রে সাহায্য করে।

ফোনের ক্যামেরা সেকশনে পাবেন পিছনে ১৩ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। মোটামুটি ভালো মানের এই ক্যামেরা থেকে দিনের আলোতে ভালো ছবি তোলা যায়। এছাড়া সামনে আছে ৮ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনের ব্যাটারি সেকশনে আগের মতই পাওয়া যাবে ৫০০০ মিলিএম্পের বড় ব্যাটারি যা ২ দিন টানা ব্যাকাপ দিতে সক্ষম। এছাড়া ৩৩ ওয়াটের ফাস্ট চার্জের সুবিধা থাকায় ফোনটি ৩০ মিনিটেই ৫০ ভাগ চার্জ হয়ে যায়। ফোনে টাইপ সি, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধাও রয়েছে।  

অপো এ৫৭ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫৬ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা ( ১৩ + ২ মেগাপিক্সেল )
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

অপো এ৫৭ এর দামঃ ১৬,৪৯০ টাকা

অপোর সবচেয়ে কম দামি ফোন সম্পর্কিত এই পোস্টে ফোনের দাম ইন্টারনেট এর বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হয়েছে। আপনার নিকটস্থ মোবাইল শপে ফোনসমূহের দাম উল্লেখিত দামের চেয়ে কমবেশি হতে পারে।

👉 ভিডিওঃ জিমেইল একাউন্ট খোলার নিয়ম

https://youtu.be/u8Iz7cjIDdM

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,551 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *