ফেসবুক একাউন্ট চিরতরে বন্ধ বা ডিলিট করার উপায়

বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হলো ফেসবুক। তবে আপনি চাইলে যেকোনো সময় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বিরতি নিতে পারেন। ফেসবুক একাউন্ট ডিএকটিভ করে সাময়িক বিরতি নিতে পারেন। আবার চাইলে আপনার ফেসবুক একাউন্ট চিরতরে ডিলিট ও করতে পারবেন।

ফেসবুকে থাকা ব্যক্তিগত ডাটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ একজন ব্যবহারকারীর কাছে রয়েছে। একজন ব্যবহারকারী চাইলে যেকোনো সময় তার ফেসবুক একাউন্ট ডিলিট করার সিদ্ধান্ত নিতে পারবেন। আবার ফেসবুক বাদ দিয়ে অন্য কোনো মাধ্যমে আপনার বন্ধু বা পরিবারের সাথে যোগাযোগ রাখতে চাইলে সেক্ষেত্রেও ফেসবুক একাউন্ট ডিলিট করার সিদ্ধান্ত নিতে পারেন। চলুন জেনে নেওয়া যাক কিভাবে ফেসবুক একাউন্ট ডিলিট করতে হয়। 

ফেসবুক একাউন্ট ডিলিট করলে কি হয়?

ফেসবুক একাউন্ট ডিএকটিভ এবং ডিলিট করা কিন্তু একই বিষয় নয়, যা জেনে রাখা একান্ত জরুরি। ফেসবুক একাউন্ট ডিএকটিভ করলে সেক্ষেত্রে যেকোনো সময় একাউন্টে লগিন করে আবার একাউন্ট ফিরিয়ে আনা যাবে।

অন্যদিকে ফেসবুক একাউন্ট ডিলিট করলে সেক্ষেত্রে একাউন্ট ফিরে পাওয়ার আর কোনো উপায় নেই। ফেসবুক একাউন্ট ডিলিট করলে যা যা হয়ঃ

  • ফেসবুকে থাকা সকল ব্যক্তিগত তথ্য ডিলিট হয়ে যায়
  • অন্যান্য ব্যবহারকারীগণ আপনার ফেসবুক একাউন্ট, ফটো, ভিডিও বা একাউন্টে স্টোর থাকা কিছুই দেখতে পাবেনা

আপনি যদি ফেসবুক থেকে কিছুদিনের জন্য দূরে থাকতে চান কিংবা বিরতি নিতে চান, সেক্ষেত্রে ফেসবুক একাউন্ট ডিএকটিভ করাই শ্রেয়। আবার চাইলে আগের একাউন্ট ডিলিট করে নতুন করে ফেসবুক একাউন্ট খোলার সিদ্ধান্তও নিতে পারেন।

ফেসবুক একাউন্ট ডিলিট করলে কি সাথে সাথে ডিলিট হলে যায়?

না, ফেসবুক একাউন্ট ডিলিট করার সকল প্রক্রিয়া অনুসরণের পর পরবর্তী ৩০দিনের মধ্যে পুনরায় ফেসবুক একাউন্টে লগিন করে একাউন্ট রিকভার করা যায়। তবে আপনি যদি একাউন্ট ডিলিট করার বিষয় নিয়ে সম্পূর্ণ নিশ্চিত থাকেন, তবে এই বিষয়ে ভাবার আর কোনো প্রয়োজন নেই।

ফেসবুক একাউন্ট ডিলিট করলে ফেসবুক ফ্রেন্ডরা কি দেখতে পাবে?

ফেসবুক একাউন্ট ডিলিট করলে আপনার ফেসবুক ফ্রেন্ডরা আপনার আইডির অস্তিত্ব ও খুঁজে পাবেনা। অর্থাৎ আপনার ফেসবুক আইডি সমস্ত স্থান থেকে সম্পূর্ণভাবে মুছে যাবে। 

ফেসবুক একাউন্ট ডিলিট করার উপায়

ফেসবুক একাউন্ট ডিএকটিভ করা ও ডিলিট করার প্রক্রিয়া প্রায়ই একই ধরনের। এই পোস্টে আমরা শুধুমাত্র ফেসবুক একাউন্ট ডিলিট করার নিয়ম জানবো। কম্পিউটার থেকে ব্রাউজারে ও স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপের মাধ্যমে ফেসবুক একাউন্ট ডিলিট করা যাবে।

কম্পিউটার

কম্পিউটার থেকে ফেসবুক একাউন্ট ডিলিট করতে নিম্নে বর্ণিত প্রক্রিয়া অনুসরণ করুন।

  • স্ক্রিনের ডানদিকের কর্নারে থাকা ত্রিভুজ আইকনে ক্লিক করুন
  • প্রথমে Settings & Privacy ও এরপর Settings সিলেক্ট করুন
  • এরপর Privacy > Your Facebook Information অপশনে ক্লিক করুন
  • Deactivation and deletion ক্লিক করুন
  • এরপর প্রথমে Permanantly Delete account সিলেক্ট করুন, এরপর Continue to account deletion এ ক্লিক করুন
  • পরবর্তী ধাপে যাওয়ার আগে ফেসবুক ডিএকটিভ করার অপশন এর পাশাপাশি আপনার ফাইল ডাউনলোড করার অপশন পাবেন, যেসব পেজে আপনি এডমিন সেগুলো সম্পর্কিত সেটিংস দেখতে পাবেন
  • পরবর্তী ধাপে এগিয়ে যেতে Delete Account অপশন সিলেক্ট করুন
  • এবার আপনার ফেসবুক পাসওয়ার্ড প্রদান করুন

উল্লেখিত প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করে থাকলে আপনার ফেসবুক একাউন্ট ডিলিট হওয়ার প্রক্রিয়া শিডিউল হয়ে যাবে। 

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

ফেসবুক একাউন্ট চিরতরে বন্ধ বা ডিলিট করার উপায়

মোবাইল

মোবাইল থেকেও প্রায় একই প্রক্রিয়াতে ফেসবুক একাউন্ট ডিলিট করা যাবে। মোবাইল থেকে ফেসবুক একাউন্ট ডিলিট করতে নিম্নে বর্ণিত প্রক্রিয়া অনুসরণ করুন।

  • ফেসবুক অ্যাপে প্রবেশ করুন
  • হরাইজন্টাল থ্রি-বার আইকনে ট্যাপ করুন
  • এরপর নিচের দিকে স্ক্রল করে Settings & Privacy অপশনে ট্যাপ করুন
  • Settings এ ট্যাপ করুন
  • এবার Personal and account information সিলেক্ট করুন
  • Account ownership and control এ ট্যাপ করুন
  • Deactivation and deletation সিলেক্ট করুন ও  Continue to account deletion এ ট্যাপ করুন
  • এবার যদি ফেসবুক একাউন্ট ডিলিট এর কারণ জানতে চাওয়া হয় তাহলে আবারো Continue to account deletion সিলেক্ট করুন
  • এরপর আপনার পেজ, গ্রুপ ও ফেসবুকের অন্যান্য সেটিংস দেখতে পাবেন, নিচে থাকা Delete Account অপশনে ট্যাপ করুন
  • ফেসবুক পাসওয়ার্ড প্রদান করে একাউন্ট ডিলেট এর প্রক্রিয়া সম্পন্ন করুন

এভাবে খুব সহজে মোবাইল ও কম্পিউটার থেকে আপনার ফেসবুক একাউন্ট ডিলিট করতে পারবেন। 

👉 ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচাতে এই কাজগুলো করুন

👉 ফেসবুক থেকে আয় করার উপায়

👉 ভিডিওঃ জিমেইল একাউন্ট খোলার নিয়ম

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *