শাওমির সবচেয়ে কম দামি ফোন কোনটা – এই যদি হয় আপনার প্রশ্ন, তবে আপনি ঠিক জায়গায় এসেছেন। এই পোস্টে শাওমির সবচেয়ে কম দামি ফোন সম্পর্কে জানতে পারবেন। শাওমির অফিসিয়াল স্মার্টফোন লাইন-আপ এর মধ্যে রেডমি এ (A) সিরিজের ফোনগুলো বাজেট বান্ধব হয়ে থাকে। যেমনঃ রেড়মি ৬এ, রেডমি ৮এ, ইত্যাদি। এই ফোনগুলোর দাম ১০হাজার টাকার মধ্যে হয়ে থাকে।
আমাদের দেশের বিচারে ১০হাজার টাকা বাজেট কিন্তু কম নয়। তাই এসব রেডমি এ সিরিজের ফোনগুলোকে তেমন একটা কম দামি বলা যায়না। তবে ভালো ব্যাপার হচ্ছে দেশের স্মার্টফোন মার্কেটে অনেক কম দামে ভালো ফোন পাওয়া যাচ্ছে, যা সম্পর্কে আমরা এই পোস্টে জানবো।
এক্সট্রিম বাজেট রেঞ্জের কথা বিবেচনা করে আমরা অফিসিয়াল মার্কেট যাচাই-বাছাই করে খুঁজে বের করেছি শাওমির সবচেয়ে কম দামী কিছু ফোন। সেসব ফোনগুলো বিভিন্ন বড় বড় মার্কেটে পেয়ে যাবেন। মূলত কিছু বছর আগের শাওমি ফোনের মডেলগুলো দেশের বাজারে বর্তমানে বেশ কম দামে পাওয়া যায়।
শাওমি যেহেতু নিয়মিত নতুন ফোন নিয়ে আসে, তাই তাদের আগের মডেলের ফোনগুলোর দাম অনেকটাই কমে আসে। চলুন জেনে নেওয়া যাক শাওমির সবচেয়ে কম দামি কিছু ফোন সম্পর্কে। যেমনঃ রেড়মি এ১, রেডমি ১০এ ইত্যাদি। এই ফোনগুলোর দাম ১৫ হাজার টাকার মধ্যে হয়ে থাকে। আমাদের দেশের বিচারে ১৫ হাজার টাকা বাজেট কিন্তু কম নয়।
রেডমি এ১ – Redmi A1
বর্তমান বাজারে শাওমির সবথেকে কম দামের অফিসিয়াল ফোন এটি। ১০ হাজার টাকার মধ্যে বাজেটে এটি অন্যতম সেরা ফিচারযুক্ত একটি ফোন। এতে রয়েছে ৬.৫২ ইঞ্চির একটি ব্রাইট এলসিডি ডিসপ্লে। প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেকের হেলিও এ২২। এই প্রসেসর কম বাজেট ফোনের জন্য খুবই ভালো একটি প্রসেসর। অ্যান্ড্রয়েড গো এডিশনের সঙ্গে মিলে স্মুথ পারফর্মেন্স দিতে পারে। এছাড়াও পাবেন ২ জিবি র্যাম ও ৩২ জিবি পর্যন্ত স্টোরেজ যা এসডিকার্ড ব্যবহার করে বাড়িয়ে নিতে পারবেন ইচ্ছামত। পিছনে রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি ডুয়াল ক্যামেরা। টুকিটাকি ছবি তুলতে কোন সমস্যা হবে না এই ক্যামেরায়। সামনে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও রয়েছে। ৫০০০ মিলিএম্পের বড় ব্যাটারি থাকায় একদিনেরও বেশি ব্যাকাপ দিতে পারে ফোনটি। ফোনের সবথেকে আকর্ষণীয় দিক এর ডিজাইন। আধুনিক ও টেক্সচারড ব্যাক থাকায় ফোনটি হাতে ধরে বেশ আরাম পাবেন। সব মিলিয়ে ১০ হাজার টাকা বাজেটের মধ্যে অনেক ফিচার দিয়ে এই ফোনটি ক্রেতাদের মন জয় করতে পেরেছে।
একনজরে রেডমি এ১ এর ফিচারসমূহঃ
- ডিসপ্লেঃ ৬.৫২ ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও এ২২
- র্যামঃ ২ জিবি
- স্টোরেজঃ ৩২ জিবি
- ব্যাক ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা (৮+০.০৮ মেগাপিক্সেল)
- ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
- দাম ≈ ৯,৯৯৯ টাকা
রেডমি এ১ প্লাস – Redmi A1 Plus
রেডমি এ১ এর সাথে খুব বেশি পার্থক্য নেই এই ফোনটির। দামের দিক থেকে এটি একটু বেশি কয়েকটি ফিচার বেশি থাকবার কারণে। এছাড়া ফোনটির ডিজাইন, লুক সব রয়েছে আগের মতই। কাজেই যাদের বাড়তি ফিচার ও পারফর্মেন্স দরকার তারা এই ফোনটি দেখতে পারেন। একই ৬.৫২ ইঞ্চির ডিসপ্লের সাথে আছে মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর। তবে পার্থক্য আছে র্যামে। এখানে ব্যবহার করা হয়েছে ৩ জিবি র্যাম। আগের মতই ৩২ জিবি স্টোরেজ পাবেন এই ফোনেও। বাড়তি ফিচার হিসেবে আছে নিরাপত্তা দিতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া আগের মতোই ডুয়াল ৮ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ ও ৫০০০ মিলিএম্প ব্যাটারি পাবেন এই ফোনেও। আপনার বাজেট যদি ১০ হাজার থেকে কিছুটা বেশি হয় তবে এই ফোনটি দেখতে পারেন।
রেডমি এ১ প্লাস এর ফিচারসমূহঃ
- ডিসপ্লেঃ ৬.৫২ ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও এ২২
- র্যামঃ ৩ জিবি
- স্টোরেজঃ ৩২ জিবি
- ব্যাক ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা (৮+০.০৮ মেগাপিক্সেল)
- ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
- দাম ≈ ১১,৯৯৯ টাকা
রেডমি ১০এ – Redmi 10A
রেডমি ১০ সিরিজের সবথেকে কম দামী ফোন এটি। ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয় এই ফোনে আছে ভালো পারফর্মেন্সের জন্য বেশ কিছু ফিচার। ফোনটির ডিসপ্লে ৬.৫৩ ইঞ্চির। ব্যবহার করা হয়েছে বাজেট চিপ মিডিয়াটেক হেলিও জি২৫। ফোনটি ২ জিবি ও ৪ জিবি দুইটি র্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যায় বাজারে। স্টোরেজও রয়েছে ৩২ এবং ৬৪ জিবি। ফোনের পিছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ। ১০ হাজার টাকার আশেপাশের বাজেটে এই ক্যামেরা খুবই ভালো পারফর্ম করে। পিছনে ক্যামেরার পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেয়া হয়েছে। ফোনের ব্যাটারি ৫০০০ মিলিএম্প। সারাদিন খুব সহজেই ব্যাটারি ব্যাকাপ পেয়ে যাবেন ফোন থেকে। এছাড়া ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগসহ আরও বিভিন্ন ফিচার পেয়ে যাবেন ফোন থেকে।
রেডমি ১০এ এর ফিচারসমূহঃ
- ডিসপ্লেঃ ৬.৫৩ ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি২৫
- র্যামঃ ২/৪ জিবি
- স্টোরেজঃ ৩২/৬৪ জিবি
- ব্যাক ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা (১৩+২ মেগাপিক্সেল)
- ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
- দাম ≈ ১০,৪৯৯ টাকা (২ জিবি + ৩২ জিবি) / ১২,৯৯৯ টাকা (৪ জিবি + ৬৪ জিবি)
রেডমি ১০সি – Redmi 10C
রেডমি ১০ সিরিজের সবথেকে জনপ্রিয় বাজেট ফোন সম্ভবত এটিই। এতো অল্প বাজেটেও কোয়ালকমের প্রসেসর দিচ্ছে ফোনটি। ফলে পারফর্মেন্সের দিক থেকে এটি অন্যান্য এই বাজেটের ফোন থেকে এগিয়ে। সামনে রয়েছে ৬.৭১ ইঞ্চির বিশাল ডিসপ্লে। তবে ডিসপ্লের থেকে আকর্ষণীয় এর স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। প্রসেসরটি খুবই ফাস্ট ও স্মুথ। তাই দৈনন্দিন কাজ ও টুকটাক গেমিং করা যাবে খুব সহজেই। সাথে পাবেন ৪ জিবি র্যাম। ফোনের ক্যামেরাটিও পিছিয়ে নেই। দেয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ। এই বাজেটে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা পাওয়া কষ্টকর। কাজেই ছবির কোয়ালিটির দিক থেকেও ফোনটি এগিয়ে। এছাড়া ১৮ ওয়াট ফাস্ট চার্জ সহ আছে ৫০০০ মিলিএম্পের বিশাল ব্যাটারি। ফলে চার্জ ব্যাকাপেও ফোনটি খুব ভালো। বাড়তি ফিচার হিসেবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মাইক্রোএসডি কার্ড স্লট ইত্যাদিও পাবেন এই ফোনে।
রেডমি ১০সি এর ফিচারসমূহঃ
- ডিসপ্লেঃ ৬.৭১ ইঞ্চি
- প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৬৮০
- র্যামঃ ৪ জিবি
- স্টোরেজঃ ৬৪/১২৮ জিবি
- ব্যাক ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা (৫০+২ মেগাপিক্সেল)
- ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
- দাম ≈ ১৪,৯৯৯ টাকা (৪ জিবি + ৬৪ জিবি) / ১৬,৪৯৯ টাকা (৪ জিবি + ১২৮ জিবি)
আরো জানুন 👉 শাওমি মোবাইলের দাম
রেডমি ৯এ – Redmi 9A
👉 অপোর সবচেয়ে কম দামি ফোন সম্পর্কে জানুন
বর্তমানে শাওমির সবচেয়ে কম দামের অফিসিয়াল ফোন হলো রেডমি ৯এ। বেশ সাধারণ এই ফোনটি দাম বিবেচনায় একটি অসাধারণ অফিসিয়াল ফোন বলা চলে। এমনকি ফোনটি আমাদের ১০হাজার টাকার মধ্যে সেরা মোবাইলের তালিকাতেও স্থান করে নিয়েছে। ৩জিবি র্যাম ও ৩২জিবি স্টোরেজ রয়েছে ফোনটিতে।
৬.৫৩ইঞ্চির ডিসপ্লের এই ফোনটিতে ৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি রয়েছে যা বাজেট ফোনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফিচার। সকল দিক বিবেচনায় এন্ট্রি লেভেলের বাজেট স্মার্টফোন হিসেবে রেডমি ৯এ ফোনটি বেশ ভালো বলা চলে। অর্থাৎ অফিসিয়ালি শাওমির সবচেয়ে কম দামি ফোন হলো রেডমি ৯এ।
একনজরে রেডমি ৯এ এর ফিচারসমূহঃ
- ডিসপ্লেঃ ৬.৫৩ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি২৫
- র্যামঃ ৩জিবি
- স্টোরেজঃ ৩২জিবি
- ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
- দামঃ ৮৭৯৯টাকা
👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।