ইলেকট্রনিক পণ্য নির্মাতা সনি সম্প্রতি তাদের নতুন মডেলের স্মার্ট হাতঘড়ি “স্মার্টওয়াচ ২” বাজারে আনার ঘোষণা দিয়েছে। এন্ড্রয়েড নির্ভর এই ডিভাইসটি ব্লুটুথের মাধ্যমে আপনার স্মার্টফোনের সাথে সংযুক্ত হয়ে মোবাইলকে নিয়ন্ত্রণ করতে পারবে।
স্মার্টওয়াচ ২ দ্বারা ফোনকল রিসিভ করা, মেসেজিং, ইমেইল ব্রাউজ, ছবি তোলা, মিউজিক এপ পরিচালনা প্রভৃতি কাজ সম্পন্ন করতে পারবেন। এর ক্যাপাসিটিভ টাচস্ক্রিনের সাইজ হবে ১.৬ ইঞ্চি (২২০*১৭৬) এবং ডিভাইসটি পানি নিরোধী (আইপি৫৭) এলুমিনিয়াম বডি নিয়ে আসবে। আর ঘড়িটির বন্ধনী হিসেবে স্টেইনলেস স্টিলের রিস্টব্যান্ড অথবা অন্যান্য ২৪মিমি স্ট্র্যাপ ব্যবহার করতে পারবেন।
স্মার্টওয়াচ ২’তে দ্রুত ফাইল আদান প্রদান করার জন্য রয়েছে এনএফসি প্রযুক্তি। সাধারণভাবে ফিচারগুলো ব্যবহার করলে ডিভাইসটি একটানা ৪ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে বলে জানিয়েছে সনি। তবে আপনি চাইলে একে টেনে-হিঁচড়ে এক সপ্তাহও নিয়ে যেতে পারেন।
ঘড়িটি আপাতত শুধুমাত্র এন্ড্রয়েড ৪+ চালিত গেজেটের সাথেই কাজ করবে। সুতরাং আপনার আইওএস চালিত স্মার্ট ডিভাইসের সাথে একে যুক্ত করতে পারবেন না।
এখন পর্যন্ত স্মার্টওয়াচ ২ এর মূল্য সম্পর্কে কোন ঘোষণা দেয়নি সনি। তবে চলতি বছর সেপ্টেম্বরে এটি বিশ্ববাজারে আসবে বলে জানিয়েছে কোম্পানিটি।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।