অবশেষে গ্যালাক্সি এস৪ জুম “ক্যামেরাফোন” বাজারে আনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে স্যামসাং। কোম্পানিটির সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন জিএস ৪’এর ফটোগ্রাফিক ভ্যারিয়েন্ট এই গেজেটটি সম্পর্কে গত সপ্তাহেই গুজব শোনা যাচ্ছিল। আর আজ অফিসিয়ালভাবে এর স্বীকৃতি মিলল।
গ্যালাক্সি এস ৪ জুমে থাকবে ১৬ মেগাপিক্সেল CMOS সেন্সর এবং ১০x অপটিক্যাল জুম বিশিষ্ট ক্যামেরা। এর জেনন ফ্ল্যাশ আলোবিহীন স্থানেও চমৎকার ছবি তুলতে সাহায্য করবে।
জিএস ফোর জুম ক্যামেরাফোনের প্রসেসরটি হবে ১.৫ গিগাহার্টজ ডুয়াল কোর এবং এর স্ক্রিন সাইজ ৪.৩ ইঞ্চি যার রেস্যুলেশন ৯৬০*৫৪০; এটি কিউএইচডি মানের সুপার এমোলেড ডিসপ্লে নিয়ে আসবে।
এন্ড্রয়েড ৪.২ জেলি বিন অপারেটিং সিস্টেম চালিত জুমে আরও থাকবে এলটিই ফোরজি সমর্থন, ওয়াইফাই, এনএফসি, ব্লুটুথ, জিপিএস, ১.৫ জিবি র্যাম, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট (৬৪ জিবি পর্যন্ত যোগ করা যাবে), ২৩৩০ এমএএইচ ব্যাটারি প্রভৃতি।
স্যামসাং গ্যালাক্সি এস ফোর জুম তার মূল জিএস ৪ ভার্সনের চেয়ে ভারী এবং পুরু হবে। এর ওজন প্রায় ৩০৮ গ্রাম এবং পুরুত্ব ১৫.৪ মিলিমিটার (জিএস৪ এর প্রায় দ্বিগুণ); তবে এই ক্যামেরাফোনটি গত বছর লঞ্চ করা গ্যালাক্সি ক্যামেরার চেয়ে স্লিম। অবশ্য সেই ডিভাইসে ২১x অপটিক্যাল জুম পাওয়া যেত।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।