এলো স্যামসাং গ্যালাক্সি এস৪ অ্যাকটিভঃ মজবুত ও ধুলোময়লা-পানিরোধী!

দক্ষিণ কোরীয় ইলেকট্রনিকস নির্মাতা স্যামসাং তাদের রেকর্ড ব্রেকিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৪ এর আরও শক্ত, মজবুত এবং পানিরোধী ভার্সন প্রকাশ করেছে। হ্যান্ডসেটটি আইপি৬৭ মানের প্রতিরোধী ক্ষমতা সম্পন্ন, যা প্রায় তিন ফুট পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত অক্ষত অবস্থায় থাকতে পারে। মাত্র কয়েকদিন আগেই গ্যালাক্সি এস ৪ মিনি ভার্সন প্রকাশ করেছে স্যামসাং।

যাইহোক, পানিরোধী ডিভাইস এই প্রথম নয়, এর আগে অন্যান্য কোম্পানির সাথে সনিও “ওয়াটার প্রুফ” এক্সপেরিয়া ট্যাবলেট এবং স্মার্টফোন বাজারে এনেছিল।

গ্যালাক্সি এস ফোর একটিভে রয়েছে ১.৯ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ২৬০০ এমএএইচ ব্যাটারি, ১০৮০পি রেস্যুলেশন বিশিষ্ট ৫ ইঞ্চি এলসিডি স্ক্রিন, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ২জিবি র‍্যাম, মাইক্রো এসডি কার্ড স্লট প্রভৃতি। এন্ড্রয়েড ৪.২.২ জেলি বিন ওএস চালিত এই সেটটি এলটিই ফোরজি সমর্থন করবে। এর পেছনের দিকে আছে এলইডি ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনের দিকে ২এমপি সেকেন্ডারি ক্যামেরা।

জিএস ফোর একটিভে আপনি পাবেন বেশ চমৎকার কিছু সফটওয়্যার ফিচার যেমন, ড্রামা শট, সাউন্ড এন্ড শট, স্যামসাং স্মার্ট স্ক্রল, এয়ার ভিউ জেশ্চার, স্মার্ট পজ, ওয়াচ অন, বেস্ট ফেস, কন্টিনিউয়াস শট রিচ টোন, চ্যাট অন, স্যামসাং হাব প্রভৃতি।

আপাতত জিএস৪ একটিভের মূল্য বা বাজারে আসার তারিখ ঘোষণা করছে না স্যামসাং। আশা করি শীঘ্রই এসব তথ্য জানা যাবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *