দেশের সর্ববৃহৎ মোবাইল অপারেটর গ্রামীণফোনের সাথে সরকারের চলমান ইস্যুসমূহের কারণে কোম্পানিটির লাইসেন্স বাতিলের কোন ইচ্ছাই সরকারের নেই বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
গতকাল সোমবার সচিবালয়ে “বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ” এর নেতাদের সাথে অনুষ্ঠিত এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী।
গ্রামীণফোন কর্তৃপক্ষের উদ্দেশ্যে জনাব মুহিত বলেন, “আমি মনে করি, এ ব্যাপারে তাদের দুশ্চিন্তা না করার জন্য আমার এই বক্তব্যই যথেষ্ট”;
এর আগে সোমবার দুপুরে গ্রামীণফোনের প্রধান অংশীদার টেলিনরের এশিয়ান এরিয়া প্রধান সিগভে ব্রেক্কে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকের আলোচনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “থ্রিজি লাইসেন্স ফি ও গ্রামীণফোন নিয়ে গ্রামীণ কমিশনের প্রতিবেদন নিয়ে আলোচনা হয়েছে। গ্রামীণ কমিশনের প্রতিবেদনের বিষয়ে তারা অখুশি। তবে এই বলে আমি তাদের আশ্বস্ত করেছি যে, গ্রামীণফোনের লাইসেন্স বাতিলের কোনো ইচ্ছাই সরকারের নেই।”
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।