বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ফুটবল খেলা লাইভ দেখার উপায় ও লিংক

অনেকেই আমার কাছে ফুটবল খেলা লাইভ দেখার অনলাইন লিংক ও ওয়েবসাইট ঠিকানা জানতে চেয়েছেন। টিভির পাশাপাশি আপনি চাইলে মোবাইলে কিংবা কম্পিউটারে ফুটবল সরাসরি দেখতে পারেন।

এজন্য আপনার দরকার হবে ফুটবল লাইভ স্ট্রিম লিংক এবং ইন্টারনেট সংযোগ। বিভিন্ন ওয়েবসাইট থেকে বিনামূল্যে এবং সুলভ মূল্যে আপনি ফুটবল লাইভ দেখতে পারেন।

এখানে লিংকগুলো দেয়া হল। বিশেষ দ্রষ্টব্যঃ খেলা শুরু হয়ে গেলে এই সাইটগুলো ভিজিটরের চাপে লোড নিতে একটু সময় নিতে পারে। সবগুলোই ট্রাই করুন।

রিয়েলমাদ্রিদ স্ট্রিম লাইভ ফুটবল

এই সাইটে ঢুকে উপরের দিকে চলতি দিনের ম্যাচের তালিকা দেখতে পাবেন। (নিচের স্ক্রিনশটে লাল বক্সের মধ্যে তীর চিহ্নিত স্থান) সেখান থেকে লাইভ ম্যাচটি বেছে নিন। এই স্ক্রিনশটে দেখানো লাল বক্সের নিচেও ম্যাচ লিস্ট দেখতে পাবেন, তবে সেগুলো ফ্রি দেখা যায়না। সাইটের ঠিকানাঃ https://realmadridstream.net/live/real-madrid-live-stream-69/channel-1/

ম্যাচের লিংকে ক্লিক করার পর যে পেইজ আসবে তার নিচের দিকে কয়েক সেকন্ড পর নিজে থেকেই একটি বক্সের মধ্যে খেলার লাইভ ভিডিও শুরু হবে।




পেইজের শুরুতে যে বক্স দেখা যাবে সেটা মূলত একটা বিজ্ঞাপন। আপনি ২য় বক্সে খেলা দেখতে পারবেন। নিচের স্ক্রিনশট দেখুন।

এরপর নিচের ছবিতে চিহ্নিত ক্রস বাটনে ক্লিক করে ভিডিওর ওপর থেকে বিজ্ঞাপন সরিয়ে নিন।

সমস্যা হলে উপর থেকে চ্যানেল বদলে নিতে পারেন অথবা পেজ রিফ্রেশ দিতে পারেন। (নিচের স্ক্রিনশট দেখুন)।

>> বিশ্বকাপ ফুটবলে নতুন প্ৰযুক্তি ভিএআর সম্পর্কে জেনে নিন

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *