শাওমি আনছে নতুন দুটি সস্তা এন্ড্রয়েড ফোন: রেডমি ৩এস এবং রেডমি ৩এক্স

overall-intro-bg-3s.0_1466032010851.jpg

শাওমির স্মার্টফোন বহরে আরও দুটি নতুন এন্ড্রয়েড ফোন যুক্ত হল। চলতি মাসেই চীনা এই কোম্পানিটি শাওমি রেডমি ৩এস এবং শাওমি রেডমি ৩এক্স মডেলের দুটি সুলভ মূল্যের এন্ড্রয়েড ফোন বাজারে ছাড়বে।

এই দুটি ফোনেরই স্পেসিফিকেশন মোটামুটি একইরকম, আর তা হচ্ছে:

  • ৫ ইঞ্চি ৭২০পি স্ক্রিন (২৯৪ পিপিআই)
  • ১৩ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • স্ন্যাপড্রাগন ৪৩০ অক্টাকোর প্রসেসর
  • ১২৮জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • ৪১০০ এমএএইচ ব্যাটারি, মেটাল বডি
  • হাইব্রিড ডুয়াল সিম
  • এমআইইউআই ৭ এন্ড্রয়েড ওএস, ফোরজি

রেডমি ৩এস এর দুটি ভার্সন পাওয়া যাবে। একটিতে থাকবে ২জিবি র‍্যাম-১৬জিবি স্টোরেজ (দাম ১০৬ ডলার। অপরটিতে পাবেন ৩জিবি র‍্যাম-৩২জিবি স্টোরেজ (দাম ১৩৬ ডলার)।

 

xiaomi-redmi-3x_1466032001731.jpg

অপরদিকে রেডমি ৩এক্স এর শুধুমাত্র ২জিবি র‍্যাম-৩২জিবি স্টোরেজ ভার্সন পাওয়া যাবে, যার দাম ১৩৬ ডলার।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *