এন্ড্রয়েডে অনেকেই ফেসবুক ব্যাবহারের জন্য অফিসিয়াল ফেসবুক এপ ব্যাবহার করেন।
এতে প্রায় ডেস্কটপ ফেসবুকের স্বাদ পাওয়া যায়।
কিন্তু যেখানে অনেকেই ধীরগতির ইন্টারনেট ও লো-এন্ড ফোন ব্যবহার করেন, তাদের জন্য স্লো নেট বিরক্তিকর।
কেননা এটি প্রচন্ড ডাটা ব্যাবহার করে ও ধীরগতির। এখন আপনাদেরকে এমন তিনটি থার্ড পার্টি এপ এর সাথে পরিচয় করিয়ে দেবো যা একই সাথে ডাটা সাশ্রয়ী, দ্রুতগতির ও কম মেমরী দখল করে। এগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো আপনাকে ফেসবুকের ক্লাসিক নীল সাদা থিম এর বাইরে নতুন বিভিন্ন থিমের স্বাদ দেবে। চলুন দেখা যাক।
আট্রিয়াম: আট্রিয়াম একটি দ্রুতগতির, কাস্টমাইজেবল এপ। এটি আপনাকে কোনরকম ল্যাগিং ছাড়া অফিসিয়াল ফেসবুক এপের মজা দেবে। ডাউনলোড
স্ট্রীম ফর এন্ড্রয়েড : স্ট্রীমের ইন্টারফেস আট্রিয়ামের মতো চমতকার না হলেও এটি আট্রিয়ামের চেয়ে দ্রুতগতির। অনেকটা ফেসবুক জাভা এপের মতো। ডাউনলোড
ফ্রেন্ডক্যাস্টার: এটিও একটি চমতকার এপ। এর গতি ও ডাটা সাশ্রয়ীতা আট্রিয়াম এর চেয়ে বেশি কিন্তু স্ট্রীমের চেয়ে কম আবার বৈশিষ্ট্য স্ট্রীম এর চেয়ে বেশি কিন্তু আট্রিয়ামের চেয়ে কম। আপনি যদি গতি এবং বৈশিষ্টের মধ্যে ব্যালান্স চান তাহলে এটি ব্যবহার করতে পারেন। ডাউনলোড
বিঃ দ্রঃ : আপনার নিরাপত্তার স্বার্থে এই এপগুলোর কোনটি দিয়েই আপনি আপনার ফেসবুক সেটিংসে প্রবেশ করতে পারবেন না।ফেসবুক নিজেই এগুলো রেস্ট্রিক্ট করে দিয়েছে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।