এন্ড্রয়েডের জন্য একটি প্রয়োজনীয় অ্যাপ ‘এয়ারড্রয়েড’

sdfsdf“Air Droid” এমন একটি অ্যাপ যার সাহায্যে আপনি আপনার এন্ড্রয়েড ফোন চালাতে পারবেন আপনার PC থেকে। অার ব্যাকআপ রাখতে পারবেন অাপনার Android অ্যাপসগুলোর।

এছাড়া রয়েছে অারো অনেক সুবিধা।যেমন:–

  • ফোন করা ও ফোনের contact list ট্রান্সফার সুবিধা।
  • সরাসরি মেসেজ পাঠান PC থেকে।
  • ডাটা ব্যাকআপ সুবিধা।
  • মিডিয়া ফাইল মেনেজিং সুবিধা।
  • স্কিনশট ও অ্যাপস installing সুবিধা।
  • ওয়াই ফাই নেটওয়ারকিং।
  • অ্যাপস ম্যানেজিং।
  • টাস্ক ম্যানেজার।

এছাড়া এই অ্যাপ এর মাধ্যমে আপনি আরো অনেক সুবিধা পাবেন। এই অ্যাপ আপনার PC এর সাথে connected করতে কোন ডাটা ক্যাবল এর প্রয়োজন হবে না। সরাসরি wifi অথবা Internet এর মাধ্যমে connect করতে পারবেন। এই গুগল প্লে লিংক থেকে এয়ারড্রয়েড ডাউনলোড করে নিন।

আর কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানান। ধন্যবাদ।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *