মা দিবসে মাকে বিশেষ কিছু দিতে প্রস্তুত? যদি আপনি এখনো মায়ের জন্য কিছু না কিনে থাকেন এবং মাকে একটি স্মার্টফোন দিতে চান তাহলে এই সাজেশন আপনার জন্যই।
ফ্ল্যাগশিপ: স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজ এন্ড্রয়েড এর ফ্লাগশিপ হিসেবেই বিবেচিত।
আর গ্যালাক্সির ফ্লাগশিপ হলো এস ফাইভ। আপনার মায়ের স্বাস্থ নিয়ে চিন্তিত থাকেন?তাহলে এস ফাইভ তার জন্যই।
কারন তাতে আছে বিল্ট ইন হার্ট রেট মনিটর যা গিয়ার ফিটের সাথে চমতকার কাজ করে। সাথে বিশেষ ওয়ান হ্যান্ডেড মোড।
প্রিমিয়াম: এইচটিসি ওয়ান (এম এইট) কে এন্ড্রয়েড এর ক্লাসিক বলা যায়। হাল্কা পাতলা গড়ন,মসৃণ এলুমিনিয়াম বডি একে সত্যিই আকর্ষণীয় করে তুলেছে। এর ব্লিংকফিড এপ দ্বারা সব নিউজ পেয়ে আপনার মা আপ টু ডেট থাকবে। মোটকথা এটা এমন সেট যা আপনার মা ভালোবাসতে বাধ্য।
কাস্টম ফিট: যে মায়েরা নির্দিষ্ট রং বা স্টাইল ভালোবাসেন তাদের জন্য আছে মোটোরোলার মোটো এক্স। বিভিন্ন রং এর মোটো এক্স এর সাথে মিলিয়ে আপনি তাকে বিভিন্ন অনুসঙ্গ ও দিতে পারেন।
বাজেট বান্ধব: মাকে অনেক ভালোবেসে একটা হাই এন্ড ফোন দিতে চান, কিন্তু সামর্থ নেই। আপনার জন্য আছে মোটো জি। যদিও এর বৈশিষ্ট্য সীমাবদ্ধ, তবে ২০০ ডলারের ও কম দামে মায়ের জন্য এটা হবে সেরা উপহার।
কমদামে বেশি কিছু: আপনি যদি সবচেয়ে কম দামে মাকে হাই এন্ড ফোনের স্বাদ দিতে চান তবে গুগলের নেক্সাস ফাইভ আপনার জন্যই। মিড রেঞ্জারের দামে মাকে দিয়ে দিতে পারেন হাই এন্ডার।
শেষ কথা: মাকে মা দিবসে যা ই দেন না কেন,মায়ের প্রতি ভালোবাসা যেন একদিনের মধ্যে সীমাবদ্ধ না হয়ে যায়।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।