১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ৫ ইঞ্চি স্ক্রিন নিয়ে আসছে হুয়াওয়েই অ্যাসেন্ড পি৭

চীনা ইলেকট্রনিক্স নির্মাতা হুয়াওয়েই কয়েক ঘন্টা আগে তাদের নতুন ফ্ল্যাগশিপ এন্ড্রয়েড স্মার্টফোন ঘোষণা করেছে। অ্যাসেন্ড পি৭ মডেলের এই সেটটিতে থাকছে চমৎকার সব স্পেসিফিকেশন। ডিভাইসটির ওজন মাত্র ৪.৩৭ আউন্স বা ১২৪ গ্রাম।

এটা কি ‘এন্ড্রয়েডের আইফোন’ ?

এন্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট ওএস চালিত হুয়াওয়েই অ্যাসেন্ড পি৭ এ থাকছে ৫ ইঞ্চি ১০৮০পি ডিসপ্লে, ১.৮ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর, ২জিবি র‍্যাম, ১৬জিবি স্টোরেজ, ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা প্রভৃতি।

সেটটির পুরুত্ব মাত্র ০.২৬ ইঞ্চি। এটি এলটিই ফোরজি সমর্থন করে। এতে আরও রয়েছে মাইক্রোএসডি কার্ড সাপোর্ট ও ২৫০০ এমএএইচ ব্যাটারি।

চলতি মাসেই বাজারে আসবে হুয়াওয়েই অ্যাসেন্ড পি৭। এর দাম হবে ৬২৫ মার্কিন ডলার।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *