বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন সেবাদাতা কোম্পানি গ্রামীণফোন গ্রাহকদের দীর্ঘদিন যাবত অব্যবহৃত নাম্বারগুলো পুনরায় বিক্রি করতে চাচ্ছে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৭ সালে যাত্রা শুরু করে এ পর্যন্ত প্রায় নয় কোটি সিম বিক্রি করেছে জিপি। এগুলোর মধ্যে বর্তমানে কার্যকর আছে ৫ কোটির কিছুটা কম। এর মধ্য থেকে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়া সিমগুলো পুনরায় বিক্রি করতে চায় গ্রামীণফোন।
এক্ষেত্রে যেসব জিপি সিম অন্তত এক বছর ধরে বন্ধ আছে সেগুলো নতুন করে বিক্রি করা হতে পারে।
অপরদিকে, ২০০৫ সালের মোবাইল নম্বর কাঠামো নীতি অনুসারে গ্রামীণফোনের জন্য ০১৭XXXXXXXX ডিজিট কম্বিনেশনের এগারো অংকের মোবাইল নম্বর বরাদ্দ। এজন্য ১০ কোটির বেশি নম্বর বিক্রি করতে চাইলে অপারেটরটির নম্বর ডিজিট ১২ ডিজিটে নিয়ে যেতে হবে। তাহলে দেশের সকল মোবাইল কোম্পানিরই ১২ ডিজিটের নম্বর সূচনা করতে হবে।
জিপি পুরাতন বন্ধ নম্বরগুলো রিসাইকেল করার সুযোগ পেলে এখনই এই বাড়তি ১টি ডিজিট দরকার হবেনা। যদিও এতে মালিকানা পরিবর্তনের মত জটিলতার আশঙ্কাও উড়িয়ে দেয়া যায়না।
বন্ধ মোবাইল ফোন নম্বর পুনরায় নতুনভাবে বিক্রির বিষয়টি আপনি কীভাবে দেখেন? এটি কি সমর্থন করেন?
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।