কার্ড থেকে নগদে টাকা আনার নিয়ম

কার্ড থেকে নগদে টাকা আনা যায় বেশ সহজে। নিজের নগদ একাউন্ট অথবা অন্য কারো নগদ একাউন্টে ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড থেকে “এড মানি” করা যাবে। বাংলাদেশের যেকোনো ব্যাংকের ইস্যুকৃত মাস্টারকার্ড ও ভিসা কার্ড থেকে নগদে টাকা আনার এই সুবিধা ব্যবহার করতে পারবেন সকল নগদ ব্যবহারকারী।

বাংলাদেশের যেকোনো ব্যাংকের ভিসা বা মাস্টারকার্ড কার্ড থেকে নগদে টাকা আনা যাবে কোনো বাড়তি চার্জ ছাড়া। অর্থাৎ সাধারণ ক্যাশ ইন এর মত কার্ড থেকে নগদে টাকা আনতে কোনো বাড়তি ফি প্রযোজ্য হবেনা।

চলুন জেনে নেওয়া যাক কিভাবে কার্ড থেকে নগদে টাকা আনতে হয়। কার্ড থেকে নগদে টাকা আনতে আমাদের পোস্টে দেওয়া নিয়ম অনুসরণ করুন।

  • পিন প্রদান করে নগদ অ্যাপে প্রবেশ করুন
  • “Add Money / অ্যাড মানি” অপশনে ট্যাপ করুন
 কার্ড থেকে নগদে টাকা আনার নিয়ম

এরপর “Card to Nagad / কার্ড টু নগদ” অপশন সিলেক্ট করুন

 কার্ড থেকে নগদে টাকা আনার নিয়ম

ভিসা ও মাস্টারকার্ড অপশন দেখতে পাবেন, আপনার কার্ড সোর্স সিলেক্ট করুন

 কার্ড থেকে নগদে টাকা আনার নিয়ম
  • এরপর নিজের নাম্বারে ক্যাশ ইন করতে চাইলে নিজের নাম্বার ও অন্য কারো নাম্বারে অ্যাড মানি করতে চাইলে উক্ত ব্যাক্তির নাম্বার সিলেক্ট করুন
  • মোবাইল নাম্বার, এমাউন্ট ও ইমেইল আইডি – এই তিনটি অপশন দেখতে পাবেন
 কার্ড থেকে নগদে টাকা আনার নিয়ম
  • এরপর কত টাকা অ্যান্ড মানি করতে চান তার পরিমাণ লিখুন।
  • আপনার ইমেইল এড্রেস প্রদান করে পরবর্তী ধাপে এগিয়ে যান।
  • আপনার নগদ একাউন্টে যদি আগে থেকে কার্ড সেভ করা থাকে তাহলে সেখান থেকে কার্ড বাছাই করতে হবে। যদি সেভ করা না থাকে তাহলে এই পর্যায়ে আপনার কার্ডের তথ্য দিতে হবে (যেমন কার্ড নাম্বার, কার্ডের মেয়াদের তারিখ, মালিকের নাম প্রভৃতি।
  • এই পর্যায়ে আপনি কার্ডটি সেভ করার অপশন পাবেন। Remember Me অপশন বাছাই করলে কার্ডের তথ্য নগদ সংশ্লিষ্ট সেবায় সংরক্ষিত থাকবে। পরে আপনি কার্ডের সিভিভি নম্বর দিয়েই লেনদেন করতে পারবেন।
  • এরপর কার্ডের পেছনে থাকা CVV Number লিখুন।
  • ট্রানজেকশন নিশ্চিত করতে ওটিপি কোড প্রদান করুন।
  • উল্লেখিত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সময় পর্যন্ত অপেক্ষা করুন।
  • সফলভাবে কার্ড থেকে নগদে টাকা অ্যাড মানি করা হলে কনফার্মেশন নোটিফিকেশন দেখতে পাবেন।

এভাবে খুব সহজে উল্লেখিত উপায়ে যেকোনো বাংলাদেশি ভিসা বা মাস্টারকার্ড কার্ড হতে নগদে টাকা আনা যাবে অর্থাৎ অ্যাড মানি করা যাবে।

আপনি কখনো কার্ড থেকে নগদে টাকা এনেছেন কি? কার্ড থেকে নগদে টাকা এনে থাকলে আপনার অভিজ্ঞতা আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে।

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *