গতকাল অনুষ্ঠিত লাইভ কিনোট ইভেন্টে নতুন একটি স্মার্টফোন প্রকাশ করেছে ব্ল্যাকবেরি।
এটি মূলত একটি মিড/এন্ট্রি লেভেল ডিভাইস।
হ্যান্ডসেটটি ব্ল্যাকবেরি কার্ভ ফোনের জায়গায় প্রতিযোগিতা করবে, যা কোম্পানিটির প্রিমিয়াম প্রোডাক্টগুলোর পাশাপাশি একটু কম দামের বিকল্পও উপলভ্য রাখবে।
ব্ল্যাকবেরি কিউ৫ দেখতে অনেকটা সাম্প্রতিক কিউ১০ এর মত। সেটটির মূল স্পেসিফিকেশনগুলো হচ্ছেঃ
- > ৭২০ x ৭২০ রেস্যুলেশনের বর্গাকার ৩.১ ইঞ্চি এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন
- > ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেম
- > কোয়ালকম স্ন্যাপড্রাগন ১.২ গিগাহার্টজ প্রসেসর
- > ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট
- > ৫ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ
- > ফুল কোয়ের্টি কিবোর্ড, নন-রিমুভেবল ২১০০ এমএএইচ ব্যাটারি
- > থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি এবং আরও অনেক কিছু।
সাদা, কালো, লাল এবং গোলাপি রং নিয়ে ব্ল্যাকবেরি কিউ৫ বাজারে আসবে চলতি বছর জুলাইতে। এর সম্ভাব্য দাম এখনও জানা যায়নি।
কালকের ঐ অনুষ্ঠানে ব্ল্যাকবেরি থেকে আরও একটি চমৎকার বিষয়ে ঘোষণা এসেছে। তাদের বহুল জনপ্রিয় বিবিএম মেসেজিং সার্ভিস আইওএস এবং এন্ড্রয়েড চালিত ডিভাইসের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে। এই গ্রীষ্মেই সেবাটির ফ্রি এপ্লিকেশন ডাউনলোড করা যাবে, যা আইওএস ৬x এবং এন্ড্রয়েড ৪x এ চলবে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।