৫” ডিসপ্লে ও ৮ এমপি ক্যামেরা নিয়ে এলো মাইক্রোম্যাক্স ক্যানভাস এইচডি

Canvas-HD...................ভারতের বাজারে আলোড়ন সৃষ্টিকারী স্মার্টফোন মাইক্রোম্যাক্স ক্যানভাস এইচডি এবার বাংলাদেশে এসেছে। ১৯,৯৯৯ টাকা মূল্যের এই ডিভাইসটি এমন এক সময় এলো যখন প্রতিদ্বন্দ্বী ওয়ালটন এবং সিম্ফোনিও তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট লঞ্চ করেছে।

তুলনামূলকভাবে মাইক্রোম্যাক্স ক্যানভাসের মূল্য একটু বেশিই। অবশ্য এর পাঁচ ইঞ্চি ডিসপ্লে এবং অন্যান্য স্পেসিফিকেশনও কিছুটা বাড়তি মূল্যের দাবীদার। চলুন দেখে নিই মাইক্রোম্যাক্স এ১১৬ ক্যানভাস এইচডি স্মার্টফোনের মূল ফিচারসমূহঃ

  • > এন্ড্রয়েড ৪.১ জেলি বিন অপারেটিং সিস্টেম
  • > ৫ ইঞ্চি (৭২০ x ১২৮০ পিক্সেল, ২৯৪ পিপিআই) আইপিএস ডিসপ্লে
  • > ডুয়েল সিম, ডুয়েল স্ট্যান্ডবাই
  • > ১.২ গিগাহার্টজ কোয়াড কোর সিপিইউ
  • > ১ জিবি র‍্যাম, ৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ও মাইক্রোএসডি কার্ড সাপোর্ট (৩২ জিবি পর্যন্ত)
  • > PowerVR SGX544 জিপিইউ
  • > ৮ মেগাপিক্সেল (৭২০পি ভিডিও) প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা
  • > ২১০০ এমএএইচ ব্যাটারি
  • > ওয়াইফাই, থ্রিজি, জিপিএস, ব্লুটুথ ও বিভিন্ন সেন্সর।

সেইসাথে ক্যানভাস সিরিজের আরও দুটি স্মার্টফোনের মূল্য ও স্পেসিফিকেশন ঘোষণা করা হয়েছে। এগুলো হচ্ছে ক্যানভাস ২ এবং ক্যানভাস ভিভা।

ক্যানভাস ২ তে আছে ৫ ইঞ্চি এফডাব্লিউভিজিএ আইপিএস স্ক্রিন, ১ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, এন্ড্রয়েড ৪.০ আইসক্রিম স্যান্ডউইচ, ৮ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ, ডুয়াল সিম (লাইভ), থ্রিজি, মাইক্রোএসডি কার্ড স্লট প্রভৃতি। স্মার্টফোনটির দাম ১৪,৯৯৯ টাকা।

এদিকে ৮,৯৯৯ টাকা মূল্যের ক্যানভাস ভিভায় পাবেন ৫ ইঞ্চি এফডাব্লিউভিজিএ স্ক্রিন, ১ গিগাহার্টজ প্রসেসর, এন্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড, ৩ মেগাপিক্সেল ক্যামেরা, মেমোরি কার্ড সাপোর্ট, ডুয়াল সিম-ডুয়াল স্ট্যান্ডবাই প্রভৃতি। এতে শুধুমাত্র টু’জি নেটওয়ার্ক সমর্থন আছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,545 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *