সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত অফিসিয়াল স্বীকৃতি পেল নকিয়া লুমিয়া ৯২৮ স্মার্টফোন। ফিনিশ মোবাইল নির্মাতা তাদের ওয়েবসাইটে লুমিয়া ৯২৮ উন্মোচন করেছে। যদিও স্মার্টফোনটি সম্পর্কে তেমন কোন বিস্তারিত তথ্য জানানো হয়নি, তবে মডেল নাম্বার এবং ছবি মিলে যাওয়ায় গুজবে পাওয়া স্পেসিফিকেশনগুলো সত্যি বলে প্রমাণিত হওয়ার সম্ভাবনাই বেশি।
মাত্র কয়েকদিন আগেই উইন্ডোজ ফোন ওএস চালিত লুমিয়া ৯২৮ হ্যান্ডসেটের বিজ্ঞাপন সংবলিত একটি বিলবোর্ড প্রকাশ পেয়েছে।
বিলবোর্ডের লুমিয়া ৯২৮ এর যে ছবি দেয়া হয়েছে সেগুলো এর আগে লিক হওয়া ভার্সনের সাথে মিলে যায়। এই ডিভাইসে কম আলোতে ছবি তোলার জন্য সবচেয়ে ভাল স্মার্টফোন ক্যামেরা থাকবে বলে ঐ বিজ্ঞাপনে দাবি করেছে নকিয়া। বিলবোর্ডে থাকা লোগো থেকে আরও বোঝা যায়, লুমিয়া ৯২৮ ভেরিজন মোবাইল অপারেটরের ব্যানারে বাজারে আসতে যাচ্ছে।
বিভিন্ন সূত্রে আগেই হয়ত শুনে থাকবেন, নতুন এই লুমিয়া স্মার্টফোনে এলইডি ও জেনন ফ্ল্যাশের সম্মিলিত আলোক ব্যবস্থা, ৪.৫ ইঞ্চি স্ক্রিন, ১.৫ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, ৩২ গিগাবাইট স্টোরেজ, ১ গিগাবাইট র্যাম, ফোরজি এলটিই, কার্লজেইস অপটিক্যাল যুক্ত পিওরভিউ ক্যামেরা প্রভৃতি থাকবে। ডিভাইসটি ১০.২-১১.২ মিলিমিটার পর্যন্ত (কার্ভযুক্ত অংশে) পুরু হবে।
সবকিছু মিলিয়ে আশা করা যায় আগামী ১৪ মে লন্ডনে অনুষ্ঠিতব্য বিশেষ “লুমিয়া ইভেন্ট”এ ৯২৮ মডেলের নতুন উইন্ডোজ ফোন ডিভাইস সহ বেশ কিছ পণ্য/সেবা ঘোষণা করবে নকিয়া।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।