অবশেষে ৬ মে বাজারে আসছে ওয়ালটন প্রিমো এন১

দেশী কোম্পানি ওয়ালটনের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন “প্রিমো এন১” বিক্রি শুরু হবে আগামীকাল সোমবার, ৬ মে ২০১৩; বেশ কিছুদিন আগে হ্যান্ডসেটটি সম্পর্কে ঘোষণা এলেও খানিকটা দেরি করেই বাজারে আসতে যাচ্ছে সেটটি। প্রিমো এন১ মূলত এপ্রিল নাগাদ লঞ্চ করার কথা ছিল এবং সে অনুযায়ী প্রি-অর্ডারও নিচ্ছিল ওয়ালটন। যাইহোক, সপ্তাহখানেক দেরি করে হলেও স্মার্টফোনটি কাল থেকে হাতে পাবেন।

ডিভাইসটির মূল্য হবে মাত্র ১৫,৬৪০ টাকা। এর স্পেসিফিকেশনও চমৎকার। সোমবারে শুধুমাত্র বসুন্ধরা সিটিতে পাওয়া গেলেও পরবর্তীতে সারাদেশেই সরবরাহ করা হবে প্রিমো এন১; প্রাথমিকভাবে এর শুধু সাদা রঙের ভ্যারিয়েন্ট পাওয়া যাবে।

ওয়ালটন প্রিমো এন১ এর মূল স্পেসিফিকেশনগুলো হচ্ছেঃ

  • এন্ড্রয়েড ৪.১.২ জেলি বিন অপারেটিং সিস্টেম
  • ৫.৩ ইঞ্চি (৫৪০ x ৯৬০পি) আইপিএস ক্যাপাসিটিভ টাচস্ক্রিন
  • ১.২ গিগাহার্টজ কোয়াডকোর কর্টেক্স এ৭ প্রসেসর
  • ৪ গিগাবাইট রম ও সেইসাথে মাইক্রোএসডি কার্ড স্লট সমর্থন (৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে)
  • ১ গিগাবাইট র‍্যাম
  • পাওয়ারভিআর এসজিএক্স ৫৪৪ জিপিইউ
  • ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা (ফুল এইচডি ভিডিও রেকর্ডিং)
  • ১.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • থ্রিজি কানেক্টিভিটি, ডুয়াল সিম (লাইভ)
  • ৩০০০ এমএএইচ ব্যাটারি
  • জিপিএস, ওয়াইফাই, ব্লুটুথ, লাইট সেন্সর ইত্যাদি।

সূত্রের বরাত দিয়ে প্রিয় টেক জানাচ্ছে, “দেশী ব্র্যান্ডের” ব্যানারে আসা অন্যান্য স্মার্টফোনগুলোর মতই ওয়ালটনের এই হ্যান্ডসেটটিও আসলে একটি রি-ব্র্যান্ডেড পণ্য। (এক কোম্পানির তৈরি পণ্যে অন্য কোম্পানির নাম বসিয়ে বিক্রি করার একটি পদ্ধতি রি-ব্র্যান্ডিং হিসেবে পরিচিত, যা বহুদিন আগে থেকেই ঘটে আসছে); আর প্রিমো এন১ হচ্ছে চীনের Gionee WBW5883 স্মার্টফোনের রি-ব্র্যান্ডেড ভার্সন।

যাই হোক, আমাদের দেশী ব্র্যান্ডের পক্ষ থেকেও শীঘ্রই অসাধারণ সব উদ্ভাবনী পণ্য পাওয়া যাবে সেই শুভকামনাই রইল।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *