বিশ্বজুড়ে বিভিন্ন এন্ড্রয়েড ভার্সন ব্যবহারকারীদের তুলনামূলক পরিসংখ্যান প্রকাশ করেছে গুগল। এন্ড্রয়েড ডেভলপার ড্যাশবোর্ডে কোম্পানিটি নিয়মিতভাবেই উক্ত তথ্য আপডেট করে থাকে। পহেলা মে, ২০১৩ পর্যন্ত ১৪ দিনব্যাপী সংগৃহীত উপাত্ত বিশ্লেষণ করে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল মাসে এন্ড্রয়েড জেলি বিন (৪.১ বা অধিক) ভার্সন ব্যবহারকারী সংখ্যা ২৮.৪ শতাংশে উন্নীত হয়েছে। এর মধ্যে ৪.১.x ভার্সনের ২৬.১ শতাংশ এবং ৪.২.x ভার্সনের ২.৩ শতাংশ শেয়ার রয়েছে। উভয় সংস্করণ মিলিয়ে এন্ড্রয়েড জেলি বিনের ৩.৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
এদিকে ৪.১-পূর্ববর্তী এন্ড্রয়েড রিলিজ আইসক্রিম স্যান্ডউইচ (৪.০.x) এর ব্যবহারকারী সংখ্যায় কিছুটা অবনতি ঘটেছে। আগের পরিসংখ্যানের তুলনায় এবার ১.৮ শতাংশ কমে ভার্সনটির মার্কেট শেয়ার ২৭.৫ শতাংশে নেমেছে।
দ্রুত এগিয়ে চলছে এন্ড্রয়েড জেলি বিন
গত মাসের প্রতিবেদনে বহুল ব্যবহৃত এন্ড্রয়েড জিঞ্জারব্রেডকে ৪০ শতাংশের নীচে (৩৯.৮%) নামতে দেখা গিয়েছিল। এবার এর শেয়ার আরেকটু কমে ৩৮.৫ শতাংশ হয়েছে। ২০১০ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া এই ভার্সনটি এখনও পর্যন্ত সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হয়ে আসছে। তবে ২০১২ এর জুনে রিলিজ হওয়া জেলি বিন তার বর্তমান প্রবৃদ্ধি ধরে রাখতে পারলে আগামী কয়েক মাসের মধ্যেই জিঞ্জারব্রেডকে অতিক্রম করবে বলে আশা করা যায়।
ইতোমধ্যে ফ্রয়ো এবং একলেয়ারের ব্যবহারকারীসংখ্যা যথাক্রমে ৩.৭ ও ১.৭ শতাংশ এসেছে। ডোনাটের রয়েছে ০.১ শতাংশ শেয়ার।
এপ্রিলে ডেভলপার ড্যাশবোর্ডের তথ্য উপস্থাপন নীতিতে কিছুটা পরিবর্তন এনেছে গুগল। অতীতে কোম্পানিটি নির্দিষ্ট সময়ের মধ্যে যেকোন গুগল সার্ভারের চেক-ইন করা ডিভাইসকেই গণনায় ধরলেও নতুন রীতি অনুযায়ী যতগুলো এন্ড্রয়েড ডিভাইস গুগল প্লে স্টোর ভিজিট করবে শুধুমাত্র সেই সংখ্যার উপর ভিত্তি করেই পরিসংখ্যান তৈরি হবে। গুগলের মতে, নতুন নিয়মে এন্ড্রয়েড ও গুগল প্লে ইকোসিস্টেমের সাথে সম্পর্কিত ব্যবহারকারীদের সম্পর্কে আরও নির্ভুল তথ্য পাওয়া যাবে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।