নকিয়ার নতুন ৩টি ফোনঃ নকিয়া ৫.১, নকিয়া ৩.১ ও নকিয়া ২.১

নকিয়া ৫.১

গত বছরের তিন জনপ্রিয নকিয়া ফোন নকিয়া ২, নকিয়া ৩ আর নকিয়া ৫ এলো নতুন রূপে। গতকালই এইচএমডি গ্লোবাল মস্কোতে তাদের এক ইভেন্টে প্রকাশ করেছে নতুন নকিয়া ৫.১, ৩.১ ও ২.১ মডেলের তিনটি এন্ড্রয়েড স্মার্টফোন। এইচএমডি দাবি করছে, গ্রাহকদের ফিডব্যাকের ভিত্তিতেই বরাবরের মত আপডেটগুলো নিয়ে এসেছে তারা। তিনটি ফোনেই স্টক এন্ড্রয়েড ব্যবহৃত হয়েছে এবং এগুলো এন্ড্রয়েড পি সহ ৩ বছর পর্যন্ত রেগুলার সিকিউরিটি আপডেট (নকিয়া ৩.১ ও ৫.১) পাবে।

নকিয়া ৫.১

নতুন নোকিয়া ৫ আগের টার মতনই দেখতে। কিন্তু এবারেরটা ১৮:৯ পর্দা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পিছনে নিয়ে এসেছে। পারফর্মেন্স এর দিক থেকেও এসেছে পরিবর্তন। এইচ এমডি দাবি করছে আগেরটার চেয়ে ৪০ % বেশি শক্তিশালী এটা।

নকিয়া ৫.১

নকিয়া ৫.১ স্পেসিফিকেশন

  • ৫.৫ ইঞ্চি ফুল এইচডি+ ১৮:৯ ডিসপ্লে, গরিলা গ্লাস
  • মিডিয়াটেক হেলিও পি১৮ অক্টাকোর প্রসেসর
  • ২/১৬ জিবি অথবা ৩/৩২ জিবি ভ্যারিয়েন্ট
  • ১২৮ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট
  • ১৬ মেগাপিক্সেল ব্যাক ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ৩০০০ মিলি অ্যামপিয়ার ব্যাটারি
  • এন্ড্রয়েড ওয়ান (অরিও ৮.০) ডিভাইস
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • দাম শুরু হবে ২১৮ ডলার থেকে

নোকিয়া ৩.১

নকিয়া ৩.১ এর ডিজাইন গতবারের নোকিয়া ৩ এর মত সাদামাটা না। এবারের ডিজাইন ফ্ল্যাগশিপ গ্রেড প্রিমিয়াম ডিজাইন। রয়েছে ডায়মন্ড কাট এলুমিনিয়াম এজ ও ২.৫ ডি কর্নিং গরিলা গ্লাস ৩। এটি কম্প্যাক্ট কিন্তু পাওয়ারফুল ডিভাইস।

নোকিয়া ৩.১

নকিয়া ৩.১ স্পেসিফিকেশন

  • ৫.২ ইঞ্চি এইচডি ১৮:৯ ডিসপ্লে
  • মিডিয়াটেক ৬৭৫০এন অক্টাকোর চিপসেট
  • ২/১৬ জিবি অথবা ৩/৩২ জিবি ভ্যারিয়েন্ট
  • ১২৮ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট
  • ১৩ মেগাপিক্সেল ব্যাক ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ২৯৯০ মিলি অ্যামপিয়ার ব্যাটারি
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই
  • এন্ড্রয়েড ওয়ান (অরিও ৮.০) ডিভাইস
  • দাম শুরু হবে ১৬০ ডলার থেকে

নকিয়া ২.১

নকিয়া ১ এর মত এটাও এন্ড্রয়েড অরিও গো এডিশন নিয়ে বাজারে আসবে। গতবারের নোকিয়া ২ এর মতই এটা ২ দিনের ব্যাটারি ব্যাকআপ এর প্রতিশ্রুতি নিয়ে এসেছে। তবে পারফর্মেন্সে এসেছে বিরাট পরিবর্তন। এবারের নকিয়া ২ তে দেয়া হয়েছে স্ন্যাপড্রাগণ ৪২৫ চিপসেট। পাশাপাশি ৫.৫ ইঞ্চির ডিসপ্লে ও ডুয়াল ফ্রন্ট ফায়ারিং স্পিকার নিয়ে মিডিয়া কেন্দ্রিক ডিভাইস হিসেবে ভালোই উপযুক্ত ফোনটি।

নকিয়া ২.১

নকিয়া ২.১ স্পেসিফিকেশন

  • ৫.৫ ইঞ্চি এইচডি স্ক্রিন
  • স্ন্যাপড্রাগন ৪২৫ প্রসেসর
  • ১ জিবি র‍্যাম
  • ৮ জিবি স্টোরেজ (১২৮ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট)
  • ৮ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ৪০০০ মিলিএম্প ব্যাটারি
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই
  • এন্ড্রয়েড অরিও গো অপারেটিং সিস্টেম
  • দাম হবে ১১৫ মার্কিন ডলার

এবছর জুন থেকে জুলাইয়ের মধ্যে তিনটি ফোনই বাজারে চলে আসবে। আপনি কোনটি কিনবেন?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *