আজ চীনের বৈইজিংয়ে এক ইভেন্টে শাওমি তাদের নতুন এন্ড্রয়েড স্মার্টফোন মি ম্যাক্স ২ লঞ্চ করেছে। নামের মধ্যে যেহেতু ‘ম্যাক্স’ শব্দটি আছে তাই বোঝাই যায়, এই সিরিজের ডিভাইসগুলো সচরাচর ফোনের চেয়ে কিছুটা বড়, যাকে ‘ফ্যাবলেট’ বলা হয় (ফোন+ট্যাবলেট)। মি ম্যাক্স ২ আপনি দিব্যি ফোন হিসেবেই ব্যবহার করতে পারবেন। শাওমি এমআই ম্যাক্স ২ ফোনে রয়েছে দানবাকৃতির ৬.৪৪ ইঞ্চি স্ক্রিন এবং ৫৩০০ এমএএইচ বিশাল ব্যাটারি।
শাওমি মি ম্যাক্স ২ স্মার্টফোনের স্ক্রিন আর ব্যাটারির এই বিন্যাসকে ‘দৈত্যাকার’ বা ‘দানবাকৃতি’ ছাড়া আর কোনো বিশেষণে বিশেষায়িত করলে তা বাস্তবসম্মত হতনা বলেই মনে হচ্ছে। আর তাই এই জায়ান্ট ফোনটি সম্পর্কে একটু চমকপ্রদ কিছু অলঙ্কার ব্যবহার করতেই হল।
শাওমি মি ম্যাক্স ২ ফোনের স্পেসিফিকেশন
- ৬.৪৪ ইঞ্চি (১৯২০ x ১০৮০পি, ৩৪২ পিপিআই) স্ক্রিন
- ২ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর
- ৪ জিবি র্যাম, ৬৪/১২৮জিবি স্টোরেজ
- এন্ড্রয়েড ৭ নোগাট ওএস, এমআইইউআই ৮
- ১২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
- ফোনের পেছনের দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
- ৫৩০০ এমএএইচ ব্যাটারি (১৮ ঘন্টা ভিডিও প্লে/৫৭ ঘন্টা টকটাইম/৯ ঘন্টা গেমস/১০দিন অডিও প্লে/১৯ ঘন্টা ব্রাউজিং)। একবার ফুল চার্জে ফোনটি পুরো দুই দিন ভালোভাবে চলবে বলে আশা করছে শাওমি।
- ইউএসবি সি পোর্ট, ডুয়াল সিম, ফোরজি, মেমোরি কার্ড সাপোর্ট
শাওমি মি ম্যাক্স ২ ফোনটি চীনে বিক্রি শুরু হবে পহেলা জুন। ৬৪ জিবি ভার্সনের দাম ২৪৭ ডলার, আর ১২৮ জিবি ভার্সনের দাম ২৯০ ডলার। বাংলাদেশের বাজারে ফোনটি জুলাইয়ের মধ্যে চলে আসবে বলে আশা করা যায়।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।