৬.৪ ইঞ্চি স্ক্রিন ও শক্তিশালী ব্যাটারির শাওমি এমআই ম্যাক্স

mi max 1

শাওমি আজ বহুল প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ এন্ড্রয়েড স্মার্টফোন এমআই ম্যাক্স প্রকাশ করেছে। এই ফোনটিতে রয়েছে বিশাল ৬.৪৪ ইঞ্চি স্ক্রিন ও ৪৮৫০ এমএএইচ ব্যাটারি। চলতি মাসেই বাজারে আসছে এমআই ম্যাক্স / মি ম্যাক্স। চলুন দেখি এর স্পেসিফিকেশন।

  • ৬.৪৪ ইঞ্চি আইপিএস এলসিডি স্ক্রিন (ফুল এইচডি, ৩৪২ পিপিআই)
  • ডিসপ্লেতে গরিলা গ্লাস ৪ প্রটেকশন, মাল্টিটাচ
  • এন্ড্রয়েড মার্সম্যালো ৬.০ ওএস, এমআইইউআই ৮
  • কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫০/৬৫২ প্রসেসর
  • ৩২জিবি স্টোরেজ-৩জিবি র‍্যাম, ৬৪জিবি স্টোরেজ-৩জিবি র‍্যাম অথবা ১২৮জিবি স্টোরেজ-৪জিবি র‍্যাম
  • ১৬ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা-ফ্ল্যাশ, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • এনএফসি, জিপিএস, ফোরজি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩০ মিনিটে ৮৩% চার্জিং প্রভৃতি
  • ৪৮৫০ এমএএইচ ব্যাটারি, ডুয়াল সিম, মাইক্রোএসডি কার্ড স্লট (হাইব্রিড/শেয়ারড সিম স্লট)

mi max 3

শাওমি এমআই ম্যাক্স এর দামঃ

  • স্ন্যাপড্রাগন ৬৫২ প্রসেসর + ১২৮জিবি (৩১০ ডলার)
  • স্ন্যাপড্রাগন ৬৫২ প্রসেসর + ৬৪জিবি (২৬০ ডলার)
  • স্ন্যাপড্রাগন ৬৫০ প্রসেসর + ৩২জিবি (২৩০ ডলার)

 

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *