বাংলালিংকের ৩৫০০ টাকার স্মার্টফোনের স্পেসিফিকেশন

ZTE Blade C V807আগেই হয়ত জেনেছেন, বাংলাদেশের অন্যতম মোবাইল ফোন সেবাদাতা কোম্পানি বাংলালিংক সাড়ে ১০ হাজার টাকা মূল্যের জেডটিই ভি৮০৭ মডেলের স্মার্টফোন বিশেষ অফারে মাত্র সাড়ে তিন হাজার টাকায় বিক্রি করছে। ‘প্রিয়জন’ প্রোগ্রামের আওতায় বিক্রীত এই স্মার্টফোনটির বর্তমান বাজার মূল্য ১০ হাজার ৩৪৯ টাকা।

প্রিয়জন প্লাটিনাম এবং গোল্ড সদস্যদের জন্য ZTE হ্যান্ডসেটের বিশেষ মূল্য ৩৫০০ টাকা, সাথে থাকছে ১জিবি ডেটা। প্রিয়জন সিলভার সদস্যদের জন্য ZTE হ্যান্ডসেটের বিশেষ মূল্য ৪২০০ টাকা, সাথে থাকছে ১জিবি ডেটা। অফারটির বিস্তারিত জানতে আমাদের এই পোস্টটি দেখুন।

এবার চলুন দেখি স্মার্টফোনটির স্পেসিফিকেশন

  • এন্ড্রয়েড ৪.১ জেলিবিন অপারেটিং সিস্টেম
  • ডুয়াল কোর ১ গিগাহার্টজ কর্টেক্স এ৯ প্রসেসর
  • পাওয়ার ভিআর এসজিএক্স৫৩১ইউ জিপিইউ
  • ৪জিবি স্টোরেজ, ৫১২এমবি র‍্যাম, মাইক্রোএসডি কার্ড স্লট (৩২জিবি সাপোর্ট)
  • ৪ ইঞ্চি ডিসপ্লে (৪৮০ x ৮০০পি)
  • ৩.১৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা; কোনো ফ্রন্ট ক্যামেরা নেই
  •  ব্লুটুথ, জিপিএস, থ্রিজি, ওয়াইফাই, ১৬০০ এমএএইচ ব্যাটারি প্রভৃতি

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *