গেমিং কনসোল কি? ভিডিও গেম কনসোল এত জনপ্রিয় কেন?

এই পোস্টে জানবেন গেমিং কনসোল কি, এগুলোর ধরন, সুবিধা ও অসুবিধা সম্পর্কে বিস্তারিত।

গেমিং কনসোল কী?

গেমিং কনসোল বা ভিডিও গেম কনসোল হলো এক ধরণের গেমিং বক্স বা যন্ত্র যা কোনো টিভি বা মনিটরের সাথে সংযুক্ত করে গেম খেলা যায়। অর্থাৎ এখানে গেমিং এর ক্ষেত্রে ফাংশনালিটি যে ডিভাইসটি দিচ্ছে, তাকে গেমিং কনসোল বলা হচ্ছে।

গেমিং কনসোলকে কম্পিউটারের সাথে তুলনা করলে ব্যাপারটা অনেক সহজ হয়। গেমিং কনসোলকে অনেকটা কম্পিউটারের সিপিইউ এর সাথে তুলনা করা যায়, যেখানে সিপিইউ হলো কম্পিউটারের মূল অঙ্গ। আর কম্পিউটারের মত ভিজ্যুয়াল আউটপুট একটি ডিসপ্লেতে প্রদর্শন করে গেমিং কনসোল। এক্সবক্স, প্লেস্টেশন, নিনটেন্ডো সুইচ, এসব হচ্ছে কিছু জনপ্রিয় গেমিং কনসোল এর নাম।

Ralph H. Baer নামে এক ভদ্রলোক ১৯৭২সালে প্রথম গেমিং কনসোল তৈরী করেন, যার নাম ছিলো ম্যাগনাভক্স অডেসি। বেয়ার ও তার স্যান্ডারস অ্যাসোসিয়েটস এর টিম মিলে এই গেমিং কনসোল তৈরী করেছিলেন। 

ভিডিও গেমস খেলার ক্ষেত্রে গেমিং কনসোল ব্যবহার করা হয়। Raw কম্পিউটিং পাওয়ার বা কাস্টমাইজেশনের সুযোগ না থাকলেও গেমিং কনসোল দ্বারা কোনো সমস্যা ছাড়া নিশ্চিন্তে গেম উপভোগ করা যায়। 

একই মডেলের ভিডিও গেম কনসোল সাধারণত ৫ থেকে ৭বছর ধরে বাজার দখল করে থাকে, যাকে বলা হয় জেনারেশন। কনসোল এর দাম অপেক্ষাকৃত অনেক কম, কেননা অধিকাংশ কনসোল নির্মাতা প্রতিষ্ঠান তাদের লাভের অংশ গেম সেল করে আয় করে নেয়।

গেমিং কনসোল নিয়ে বিগত বছরগুলোতে অসংখ্য প্রতিষ্ঠান কাজ করেছে। তবে এতসব প্রতিষ্ঠানের মধ্যে সগৌরবে নিজেদের কতৃত্ব বজায় রেখেছে মাত্র কয়েকটি প্রতিষ্ঠান। বর্তমানে সনি এর প্লেস্টেশন, মাইক্রোসফট এর এক্সবক্স ও নিনটেন্ডো এর সুইচ কনসোল বাজারে বেশ জনপ্রিয়।

গেমিং কনসোল এর ধরণ

গেমিং কনসোল বিভিন্ন ধরণের হতে পারে। প্রধান তিন ধরণের গেমিং কনসোল বর্তমানে বেশি দেখা যায়, যথাঃ

  • হোম গেমিং কনসোলঃ টিভি বা কোনো ধরনের মনিটরের সাথে কানেক্ট করে বাইরে  থেকে পাওয়ার সরবরাহ করে শুধুমাত্র নির্দিষ্ট স্থানে গেম খেলা যায় এসব কনসোল এর মাধ্যমে। কনসোল থেকে আলাদা কন্ট্রোলস দ্বারা গেম এর বিষয়বস্তু নিয়ন্ত্রণ করা যায়। প্লেস্টেশন ৫, এক্সবক্স এক্স ইত্যাদি হলো হোম গেমিং কনসোল
  • হ্যান্ডহেল্ড গেমিং কনসোলঃ কনসোল এর মধ্যেই বিল্ট-ইন স্ক্রিন ও কন্ট্রোলার ফিচার থাকে এই ধরণের কনসোলে। এই ধরণের কনসোল এর ব্যাটারি রিচার্জেবল ও যেকোনো স্থানে সাথে করে নিয়ে যাওয়া যায়। গেম বয়, প্লেস্টেশন পোর্টেবল, নিনটেন্ডৈ থ্রিডিএস, ইত্যাদি হলো হ্যান্ডহেল্ড গেমিং কনসোল
  • হাইব্রিড গেমিং কনসোলঃ এই ধরণের কনসোল হ্যান্ডহেল্ড ও হোম কনসোল এর উভয় সুবিধাকে একত্র করে। আলাদাভাবে বা সরাসরি মনিটরে কানেক্ট করে এসব কনসোল ব্যবহার করা যায়। নিনটেন্ডো সুইচ কে প্রথম হাইব্রিড কনসোল বলা চলে

গেমিং কনসোল এর সুবিধা ও এর জনপ্রিয়তার কারণ

আপনি নিশ্চয় প্রশ্ন করতে পারেন, গেম খেলার জন্য গেমিং পিসি বাদ দিয়ে গেমিং কনসোল কেনো কেনা উচিত। চলুন জেনে নেওয়া যাক গেমিং কনসোল এর কিছু অসাধারণ সুবিধা সম্পর্কে।

  • গেমিং কনসোল ব্যবহার করতে কোনো পূর্ব জ্ঞানের প্রয়োজন নেই। ডিস্ক ইনসার্ট করে বা গেম ডাউনলোড করার মাধ্যমে বেশ সহজে যেকোনো কনসোল গেম উপভোগ করা যাবে
  • কম্পিউটারের মত কোনো গেম ভালোভাবে চলবে কি চলবেনা তা নিয়ে ভাবতে হয়না। সিডি বা স্টোরে যদি কোনো গেম উক্ত মডেল সাপোর্ট করে, তবে বেস্ট সেটিংসে ঐ গেম ঐ কনসোলে খেলা যাবে
  • গেমিং কনসোল নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের কনসোল যে অসাধারণ তা প্রমাণ করতে সেরা সব গেম এক্সক্লুসিভলি তাদের কনসোলে নিয়ে আসে। প্লেস্টেশন ও এক্সবক্স ক্লাসিকগুলোর দিকে তাকালেই ব্যাপারটি অনেকটা দৃশ্যমান হবে
  • যেকোনো স্থানে বসে আরাম করে কনসোলে গেম খেলা যায়। সে আপনার সোফাতে বসে হোক বা বিছানায় শুয়ে, কনসোল ব্যবহার করে যেকোনো স্থান থেকে গেমিং করার অসাধারণ সুবিধা পাওয়া যায়
  • একটি গেমিং পিসি বিল্ড করার ক্ষেত্রে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। অন্যদিকে গেমিং পিসি এর তুলনায় গেমিং কনসোল এর দাম অনেক অনেক কম
  • কনসোল ব্যবহার করে বন্ধুদের সাথে গেমিং করা অপেক্ষাকৃত অনেক সহজ। অনলাইনে যেকোনো সময় বন্ধুদের সাথে সহজে মাল্টিপ্লেয়ার গেমগুলো খেলা যায় কনসোলে। আবার অনেক গেমিং কনসোলে দুইটি পোর্ট থাকে, যা ব্যবহার করে একাধিক প্লেয়ার একই কনসোলে গেম খেলতে পারে
  • মাউস ও কিবোর্ড এর চেয়ে গেমিং কন্ট্রোলার নিয়ন্ত্রণ অপেক্ষাকৃত সহজ। হাজারটা কি কম্বিনেশন মনে রাখার চেয়ে কন্ট্রোলারের গুটি কয়েক বাটনে প্রেস করা যে অনেক সহজ, এই ব্যাপারটির সাথে যেকেউ একমত হবে

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

গেমিং কনসোল কি? ভিডিও গেম কনসোল এত জনপ্রিয় কেন?

গেমিং কনসোল এর অসুবিধা

গেমিং কনসোল মানেই যে অসাধারণ সব ফিচার ও সুবিধা, তা কিন্ত নয়। গেমিং কনসোল যেমন অসংখ্য সুবিধা প্রদান করে, এর পাশাপাশি গেমিং কনসোল এর কিছু অসুবিধাও রয়েছে। চলুন জেনে নেওয়া যাক গেমিং কনসোল এর কিছু অসুবিধা সম্পর্কে।

  • গেমিং কনসোলসমূহ অন্তত ৫বছর বাজারে ঠিকে মত তৈরি করা হয়। আর এই সময়ের মধ্যে কম্পিউটার কম্পোনেট এর বেশ দ্রুত উন্নতি হলেও গেমিং কনসোলের ক্ষেত্রে বিষয়টি প্রযোজ্য নয়
  • গেমিং কনসোলে অধিকাংশ গেমে সর্বোচ্চ সেটিংসে খেলা যায়না, কেননা গেমিং কনসোল এর দাম ও সাইজ হিসেবে এর হার্ডওয়্যারে সীমাবদ্ধতা রয়েছে
  • কম্পিউটারের ক্ষেত্রে মাউস, কিবোর্ড, ভিআর হেডসেট বা স্ট্যান্ডার্ড কন্ট্রোলার সহ গেম খেলার অসংখ্য ডিভাইস থাকলেও অধিকাংশ গেমিং কনসোলে গেম খেলার একমাত্র মাধ্যম হলো কন্ট্রোলার
  • কনসোল গেমসমূহ মোড করা যায়না। মোড দ্বারা গেমের গ্রাফিক্স উন্নতি, টেক্সচার ও নতুন গেমপ্লে এলিমেন্ট এর মত বিষয় যোগ করা যায়। কনসোলে সেই সুবিধা না থাকায় পিসি গেমারদের মত এই অসাধারণ সুবিধা থেকে বঞ্চিত কনসোল গেমারগণ

আপনি কি কনসোলে গেম খেলেন? আপনার প্রিয় কনসোল কোনটি?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *