স্যামসাং গ্যালাক্সি নোটসহ বাজারের অন্যান্য “ফ্যাবলেট” ডিভাইসের সাথে প্রতিযোগিতা করার উদ্দেশ্যে ফিনিশ মোবাইল কোম্পানি নকিয়া ট্যাবলেট ও স্মার্টফোনের মাঝামাঝি আকৃতির হ্যান্ডসেট তৈরি করছে বলে খবর পাওয়া গিয়েছে। চলতি বছরের কোন এক সময় মাইক্রোসফট তাদের উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেম আপডেট দিয়ে ১০৮০পি রেস্যুলেশন সমর্থিত করতে তুলবে। আর রেডমন্ডের অত্যন্ত কাছের মোবাইল ওইএম নকিয়া সেই সুবিধাটিই গ্রহণ করতে যাচ্ছে।
ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানাচ্ছে, পিওরভিউ নির্মাতা গ্যালাক্সি নোট সম-আকারের ডিভাইসের ওপর কাজ করছে। পত্রিকাটি আরও বলছে, নতুন এই গেজেট লুমিয়া সিরিজের অন্তর্ভুক্ত হবে।
উইন্ডোজ ফোন ওএস এবং পিওরভিউঃ নকিয়ার ট্র্যাম্পকার্ড
ঐ রিপোর্টে ফিনান্সিয়াল টাইমস ফ্যাবলেটের পাশাপাশি একটি “আরও উন্নত” এবং হালকা লুমিয়া স্মার্টফোন আসারও পূর্বাভাস দিয়েছে। আমাদের পূর্বে প্রকাশিত পোস্ট থেকে হয়ত ইতোমধ্যেই লুমিয়া “ক্যাটওয়াক” এর ফাঁস হওয়া ছবি ও স্পেসিফিকেশন দেখে থাকবেন। এফটি খুব সম্ভবত এলুমিনিয়াম কভার যুক্ত সেই স্মার্টফোনটির দিকেই ইঙ্গিত দিয়েছে। সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি দাবী করছে চলতি বছর জুলাই মাসের মধ্যেই ফোনটি বাজারে আসবে।
এছাড়া ২০১৩ সালের সামনের দিনগুলোতে নকিয়ার বহুল আলচিত ৪১ মেগাপিক্সেল পিওরভিউ ক্যামেরা প্রযুক্তি সংবলিত লুমিয়া স্মার্টফোন লঞ্চ করার আগাম খবরও পাওয়া যাচ্ছে। বেনামী সূত্রের রেফারেন্স দিয়ে বিভিন্ন প্রযুক্তি সাইট “ইওএস” কোডনেম বিশিষ্ট এই সম্ভাব্য স্মার্টফোনের আগমন নিয়ে প্রতিবেদন করছে।
আজ ১৮ এপ্রিল আর কয়েক ঘন্টার মধ্যেই সর্বশেষ প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করবে নকিয়া। দেখা যাক নতুন বছরে আশা সিরিজ, লুমিয়া রেঞ্জ ও উইন্ডোজ ফোন ওএস নিয়ে কতটা সফল হতে পেরেছে স্টিফেন ইলোপের দল।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।