নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে নকিয়া পাওয়ার ইউজার ওয়েবসাইট জানাচ্ছে, এইচএমডি গ্লোবাল চলতি বছর নকিয়া ৯ ফ্ল্যাগশিপ এন্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনবে। এতে থাকবে আইরিশ স্ক্যানার, কিউএইচডি ওএলইডি ডিসপ্লে এবং আরও চমকপ্রদ সব ফিচার।
নকিয়া ৯ ফোনের ব্যাপারে যে গুঞ্জন শোনা যাচ্ছে সে অনুযায়ী এই ফোনটিতে নিম্নোক্ত স্পেসিফিকেশন দেয়া হতে পারে।
- ডিসপ্লেঃ ৫.৫ ইঞ্চি কিউএইচডি ওএলইডি স্ক্রিন
- প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৩৫, এড্রিনো ৫৪০
- মূল ক্যামেরাঃ ডুয়াল লেন্স ২২ মেগাপিক্সেল কার্ল জেইস ব্যাক ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
- র্যামঃ ৬ জিবি
- রমঃ ৬৪ জিবি, ১২৮ জিবি
- ব্যাটারিঃ ৩৮০০ এমএএইচ
- চার্জিংঃ কোয়ালকম কুইকচার্জ ৪
- সিকিউরিটিঃ আইরিশ স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার
- অডিও এনকোডিংঃ নকিয়া অজো
- পানি নিরোধক রেটিংঃ আইপি৬৮
- অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড ৭.১.২ নোগাট
নকিয়া পাওয়ার ইউজার সাইট যেমনটি বলছে, আপাতত এটা গুঞ্জন, তাই বিশ্বস্ত সোর্স থেকে না পাওয়া পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারছিনা। তবে, এটুকু অন্তত বলা যায়, ফ্ল্যাগশিপ ফোনের মার্কেটে আসতে নকিয়া যে বড় একটা চমক দেখাবেই তা নিশ্চিত।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।