গত ১৩ বছরের মধ্যে এবারই প্রথম আয় কমেছে অ্যাপলের। ২০১৬ এর দ্বিতীয় প্রান্তিক আর্থিক ফলাফল প্রকাশ করেছে কোম্পানিটি।
আর তাতে দেখা গেছে, বছর-বছর হিসেবে এবার অ্যাপলের আইফোন বিক্রি ১৬% কমেছে এবং আয় কমেছে ১৩%।
গত বছরের একই প্রান্তিকে অ্যাপল মোট ৬১ মিলিয়ন আইফোন বিক্রি করেছিল।
এবারে অর্থাৎ ২০১৬ এর ২য় প্রান্তিকে ৫১.২ মিলিয়ন আইফোন বিক্রি হয়েছে।অপর দিকে গত বছর একই মৌসুমে অ্যাপলের আয় (রেভিনিউ) ছিল ৫৮ বিলিয়ন ডলার যা এবছর কমে ৫০.৬ বিলিয়নে নেমে গেছে।
এখানেই শেষ নয়। ২০১৬ এর ৩য় প্রান্তিকে এই আয় আরও কমে যেতে পারে বলে জানিয়েছে অ্যাপল। কোম্পানিটি ধারণা করছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে অ্যাপলের বিক্রয়লব্ধ আয় (রেভিনিউ) হবে ৪১ থেকে ৪৩ বিলিয়ন ডলার (বছর-বছর হিসেবে ১৫% কম)।
তবে অ্যাপলের বর্তমানে রেকর্ড ২৩৩ বিলিয়ন ডলার ক্যাশ ও মার্কেটেবল সিক্যুরিটিজ আছে। যা কোম্পানিটির জন্য ভাল খবর।
BREAKING: Apple's cash pile is now at a record $233,000,000,000 https://t.co/Ah9mEuTB4b pic.twitter.com/ImL2wmAABA
— CNBC Now (@CNBCnow) April 26, 2016
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।