অ্যাপলের আয় কমেছে, আইফোন বিক্রিও নিম্নমুখী

গত ১৩ বছরের মধ্যে এবারই প্রথম আয় কমেছে অ্যাপলের। ২০১৬ এর দ্বিতীয় প্রান্তিক আর্থিক ফলাফল প্রকাশ করেছে কোম্পানিটি।

আর তাতে দেখা গেছে, বছর-বছর হিসেবে এবার অ্যাপলের আইফোন বিক্রি ১৬% কমেছে এবং আয় কমেছে ১৩%।

গত বছরের একই প্রান্তিকে অ্যাপল মোট ৬১ মিলিয়ন আইফোন বিক্রি করেছিল।

এবারে অর্থাৎ ২০১৬ এর ২য় প্রান্তিকে ৫১.২ মিলিয়ন আইফোন বিক্রি হয়েছে।অপর দিকে গত বছর একই মৌসুমে অ্যাপলের আয় (রেভিনিউ) ছিল ৫৮ বিলিয়ন ডলার যা এবছর কমে ৫০.৬ বিলিয়নে নেমে গেছে।

apple fi q316

এখানেই শেষ নয়। ২০১৬ এর ৩য় প্রান্তিকে এই আয় আরও কমে যেতে পারে বলে জানিয়েছে অ্যাপল। কোম্পানিটি ধারণা করছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে অ্যাপলের বিক্রয়লব্ধ আয় (রেভিনিউ) হবে ৪১ থেকে ৪৩ বিলিয়ন ডলার (বছর-বছর হিসেবে ১৫% কম)।

তবে অ্যাপলের বর্তমানে রেকর্ড ২৩৩ বিলিয়ন ডলার ক্যাশ ও মার্কেটেবল সিক্যুরিটিজ আছে। যা কোম্পানিটির জন্য ভাল খবর।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *