গুগল ক্রোমবুক ল্যাপটপে চলবে সকল এন্ড্রয়েড অ্যাপ?

গুগল অতি শীঘ্রই তাদের ক্রোম বুকে এন্ড্রয়েড অ্যাপ চালানোর সুবিধা দিতে পারে। ক্রোম বুক এখন ৫১তম ক্রোম ওএস ভার্সনে চলছে যাতে একটি চেক বক্স দেখা যাচ্ছে যেখানে লেখা “Enable Android apps to run on your Chromebook”।

অপশনটি পরে অবশ্য চলে যায়, তবে ক্রোম ওএস এর সোর্স কোড দেখে মনে হয় যে অতি দ্রুত এতে এন্ড্রয়েড অ্যাপ চালান যাবে। প্রাথমিকভাবে শুধু ডেভেলপারদের জন্য এ সুবিধা থাকবে।

গুগলের এরকম একটি প্রবণতা আগে থেকেই লক্ষ্য করা গিয়েছে যখন তারা ২০১৪ সালে কিছু এন্ড্রয়েড অ্যাপ ক্রোমবুকে লিমিটেড আকারে দেয় যেমন ভাইন, এভারনোট এবং ডুওলিঙ্গ। পরবর্তী বছর এপ্রিলে এটি আরও সম্প্রসারিত হয়।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *