বাংলাদেশে কোনো বিদেশি যত দিনের ভিসা নিয়ে আসবেন, এখানে কেনা কোনো মোবাইল সিমের মেয়াদও ততদিনই থাকবে। এরপর সিম স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যাবে। এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ।
বর্তমানে প্রচলিত নিয়ম অনুযায়ী বিদেশিরা বাংলাদেশে সফরে এসে পাসপোর্টের ফটোকপি জমা দিয়ে মোবাইল ফোনের সিম কিনতে পারেন যার সংযোগ তারা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরেও সাধারণত চালু থাকে।
নতুন নিয়মে যেহেতু পাসপোর্টের কপি অপারেটরদের কাছে থাকবে, তার মাধ্যমে মোবাইল অপারেটরগুলো জানতে পারবে ভিসার মেয়াদ কত দিনের। সুতরাং এক্ষেত্রে বিদেশি কর্তৃক ক্রয়কৃত সিম দ্বারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকি কমবে বলে আশা করা যায়।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।