মোবাইল নির্মাতা এইচটিসি ও সামাজিক যোগাযোগমূলক কোম্পানি ফেসবুক ৪ এপ্রিল ক্যালিফোর্নিয়ায় এক ইভেন্টে নতুন স্মার্টফোন “ফার্স্ট” বাজারে আনার ঘোষণা দিয়েছে। এটি হবে এক “সোশ্যাল” মোবাইল ফোন যার ভেতরে-বাইরে ফেসবুক একীভূত থাকবে।
ডিভাইসটির নাম “ফার্স্ট” হলেও তা ফেসবুকের সাথে যৌথভাবে এইচটিসির প্রথম স্মার্টফোন নয়। এর আগেও ২০১১ সালে একই জুটি বিশেষ ফেসবুক ইন্টিগ্রেশন নিয়ে এইচটিসি চাচা, স্ট্যাটাস এবং সালসা ফোন প্রকাশ করেছিল। তবে ফার্স্ট হবে প্রথম হ্যান্ডসেট যা এন্ড্রয়েডের জন্য সদ্য ঘোষিত “ফেসবুক হোম” সফটওয়্যার সাথে নিয়ে আসবে এবং সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মটিতে আরও গভীরভাবে বিচরণের সুবিধা দেবে। ফার্স্ট স্মার্টফোনে ফটো শেয়ারিং এপ্লিকেশন ইন্সটগ্রামও প্রি-লোডেড অবস্থায় পাওয়া যাবে।
এন্ড্রয়েড ৪.১ জেলি বিন চালিত ফার্স্ট হ্যান্ডসেটটি লাল, হালকা নীল, সাদা ও কালো- এই চার রঙে পাওয়া যাবে। এটি আকারে খুব বেশি বড় হবে না। এতে থাকবে ৪.৩ ইঞ্চি ১২৮০ x ৭২০ পিক্সেল সুপার এলসিডি ডিসপ্লে। তিনটি ক্যাপাসিটিভ টাচ বাটনযুক্ত সচরাচর রাউন্ডেড কর্নার ডিজাইনের ফার্স্ট ফোনে ৫ মেগাপিক্সেল ব্যাক ও ১.৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবেন। এতে ব্যবহৃত হয়েছে ১.৪ গিগাহার্টজ ডুয়াল-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪০০ প্রসেসর। আরও আছে ১ জিবি র্যাম, ১৬ জিবি আভ্যন্তরীণ স্টোরেজ এবং ২০০০ এমএএইচ ব্যাটারি।
১২ এপ্রিল থেকে ৯৯.৯৯ ডলার দামে যুক্তরাষ্ট্রে এটিএন্ডটির ব্যানারে ফোরজি এলটিই সমৃদ্ধ এই স্মার্টফোন বিক্রি শুরু হবে। পরবর্তীতে অ্যামেরিকার বাইরেও স্মার্টফোনটি পাওয়া যাবে, তবে তার নির্দিষ্ট কোন তারিখ প্রকাশ করেননি জুকারবার্গ।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।