বেশ কিছুদিন আগেই হয়ত জেনে থাকবেন, ওয়েব কোম্পানি গুগল তাদের আরএসএস ফিড সংগ্রাহক রিডার সার্ভিস জুলাই মাসের ১ তারিখে বন্ধ করে দেবে। বিশ্বব্যাপী জনপ্রিয় গুগল রিডারের বিদায় অনেকেই মেনে নিতে পারছেন না। সেবাটির বন্ধ হওয়া ঠেকাতে যে অনলাইন পিটিশন খোলা হয়েছিল তাতে প্রায় ১৫০,০০০ সিগনেচার পরেছে। কিন্তু গুগলের সিদ্ধান্ত অপরিবর্তিতই আছে এবং ইতোমধ্যেই রিডার ব্যবহারকারীরা অন্য বিকল্প খুঁজে নিতে শুরু করেছেন।
সার্চ সেবাদাতা প্রতিষ্ঠানটি বলছে রিডার ব্যবহারকারী সংখ্যা কমে যাওয়া এবং কোম্পানি হিসেবে তাদের মূল সেবাগুলোর দিকে আরও ভালোভাবে দৃষ্টিনিবদ্ধ করার উদ্দেশ্যেই সেবাটি আর চালু রাখা হচ্ছে না। যদিও বাস্তবে গুগল রিডারের মোট ভোক্তা কত ছিল তা প্রকাশ করেনি এর সেবাদাতা গুগল।
প্রযুক্তি সাইট অল থিংস ডি নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে বলছে রিডার সেবা চালিয়ে যেতে এর গোপনীয়তা কাঠামো সঙ্ক্রান্ত খরচ এবং সংশ্লিষ্ট আইনী প্রক্রিয়া অনুসরণে গুগলের অনিচ্ছাও সার্ভিসটি বন্ধের সিদ্ধান্ত নিতে ভূমিকা পালন করেছে। সূত্রটি আরও জানাচ্ছে গুগল এখন এমন এক অবস্থানে যেতে চাইছে যেখানে তাদের কোন মামলা-মোকদ্দমা বা হয়রানি পোহাতে হবে না।
যুক্তরাষ্ট্রে স্ট্রিট ভিউ গাড়ি কর্তৃক ওয়াইফাই ডেটা সংগ্রহ জনিত অভিযোগে সমঝোতায় আসতে মাত্র কিছুদিন আগেই ৭ মিলিয়ন ডলার জরিমানা দেয়ার প্রক্রিয়া শুরু করেছে গুগল।
গুগল রিডার বন্ধের সিদ্ধান্ত ঘোষণা দেয়ার মুহূর্তে সার্ভিসটির কোন প্রোজেক্ট ম্যানেজার কিংবা ফুল-টাইম ইঞ্জিনিয়ার ছিল না বলে বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে আসে। মূলত আরও আগে থেকেই একে বন্ধ করার ইচ্ছে গুগলের ছিল।
তাহলে সেবাটি অন্য কোন কোম্পানির কাছে বিক্রি করে দিলনা কেন? এর সম্ভাব্য কারণ হতে পারে এরকম, গুগলের অন্যান্য পণ্যের সাথে রিডার গভীরভাবে একীভূত হয়েছিল। তাই সেবাটি সরাসরি বন্ধ করে দেয়াই হয়ত গুগলের জন্য সহজ ছিল।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।
[★★] প্ৰযুক্তি নিয়ে লেখালেখি করতে চান? এক্ষুণি একটি টেকবাজ একাউন্ট খুলে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে পোস্ট করুন! techbaaj.com ভিজিট করে নতুন একাউন্ট তৈরি করুন। হয়ে উঠুন একজন দুর্দান্ত টেকবাজ!