গ্রামীণফোন বন্ধ সংযোগে ২৯ টাকা রিচার্জে দারুণ কলরেট!

November_Churn_Back_Campaign_Inner

গ্রামীণফোন বন্ধ সিমে চলছে দারুণ অফার যা ১৪ জানুয়ারি ২০১৬ থেকে চালু হয়েছে। এই অফারের আওতায় গ্রামীণফোন প্রিপেইড গ্রাহক (ERS এবং BPO সিম বাদে), যারা ৫ ডিসেম্বর ২০১৫ এর আগে থেকে সংযোগ ব্যবহার করছেন না, তারা তাদের বন্ধ সিমে একবারে ২৯ টাকা রিচার্জ করলে জিপি-জিপি আধা পয়সা/সেকেন্ড (রাত ১২টা থেকে বিকেল ৫টা) ও অন্য নাম্বারে ১ পয়সা/সেকেন্ড রেটে ২৪ ঘন্টা কথা বলতে পারবেন। সাথে থাকছে ৩টি GP-GP MMS ৩ দিনের মেয়াদসহ।

শর্তাবলিঃ

  • এই ক্যাম্পেইনটি ১৪ জানুয়ারি ২০১৬ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলবে
  • আপনি অফারটির পাবেন কিনা তা চেক করতে “Jan 017XXXXXXX” লিখে পাঠিয়ে দিন 9999 নম্বরে
  • রেজিস্ট্রেশনবিহীন গ্রাহকগণ যারা ৩০ জুন ২০১৪ থেকে তাদের সংযোগটি ব্যবহার করছেন না তারা এই অফারের অযোগ্য বিবেচিত হবেন
  • আধা পয়সা/সেকেন্ড কল রেট যেকোনো জিপি নম্বরে রাত ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রযোজ্য
  • ১পয়সা/সেকেন্ড কল রেট অন্য যেকোনো লোকাল নম্বরে ২৪ ঘণ্টা প্রযোজ্য
  • বিকাল ৫টার পর (রাত ১১:৫৯ পর্যন্ত) জিপি-জিপি কলে ১পয়সা/সেকেন্ড চার্জ করা হবে
  • এছাড়াও আছে ৩টি GP-GP MMS ৩ দিনের মেয়াদে (পাওয়ার দিন সহ), MMS ব্যালেন্স দেখতে ডায়াল *566*14#
  • সকল উপযুক্ত গ্রাহকগণ কোন অপ্ট-ইন ছাড়াই অফারটি পাবেন (শুধু ২৯ টাকা রিচার্জ করতে হবে)
  • রিচার্জের দিন সহ লোয়ার ট্যারিফের মেয়াদ ৩০ দিন, ক্যাম্পেইন চলাকালীন অফারটি একাধিকবার নেয়া যাবে। একাধিক রিচার্জের ক্ষেত্রে অধিকতর মেয়াদ প্রযোজ্য হবে
  • এই অফার চলাকালীন স্পেশাল ট্যারিফ আধা পয়সা/সেকেন্ড এবং ১পয়সা/সেকেন্ড (২৪ ঘণ্টা) কল রেট যেকোনো লোকাল নম্বরে রেগুলার প্যাকেজ ট্যারিফ, সুপার FnF, FnF এবং রিচার্জ বেজ্ড লোয়ার ট্যারিফ যেমন (১পয়সা অফার, ৭পয়সা অফার) এর ক্ষেত্রে প্রযোজ্য হবে। মাই জোন ডিসকাউন্ট প্রযোজ্য হবে না
  • স্পেশাল ট্যারিফে বান্ডেল মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট এবং ইমার্জেন্সি ব্যালেন্স প্রযোজ্য নয়। বান্ডেল মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট এবং ইমার্জেন্সি ব্যালেন্স প্রথমে খরচ হবে
  • সকল চার্জে ৩% সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *