দক্ষিণ কোরীয় কোম্পানি স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস ৪ বাজারে আসার আগেই হ্যান্ডসেটটির মিনি ভার্সনের গুজব ছড়িয়ে পরেছে। স্যামসাং ডিভাইসসমূহের আগাম খোঁজ-খবর রাখে এমন একটি ওয়েবসাইট স্যামমোবাইল সাম্প্রতিক এক পোস্টে জানাচ্ছে গ্যালাক্সি নির্মাতা জিএসথ্রি মিনির ধারা অব্যাহত রেখে নতুন জিএসফোরের মিনি ভার্সন বাজারে ছাড়তে যাচ্ছে। এতে মূল গ্যালাক্সি এস ফোরের ডিজাইন ঠিক রেখে স্পেসিফিকেশনে কিছুটা পরিবর্তন থাকবে।
স্যামমোবাইলের তথ্যানুযায়ী জিটি-১৯১৯০ মডেল নম্বরের গ্যালাক্সি এস ৪ মিনির স্ক্রিন হবে ৪.৩ ইঞ্চি এবং এর ডুয়াল সিম ভ্যারিয়েন্টও পাওয়া যাবে। স্মার্টফোনটি খুব সম্ভবত এন্ড্রয়েড ৪.২ অপারেটিং সিস্টেমে চলবে। গ্যালাক্সি এস ফোর ডিসপ্লের ৪৪১ পিপিআই পিক্সেল ডেনসিটি এর মিনি ভার্সনে কমে ২৫৬ পিপিআইতে চলে আসবে বলে ফাঁস হওয়া খবরে জানা গিয়েছে। উক্ত গুজব সত্যি হলে জিএস৪ মিনিতে ১.৬ গিগাহার্টজ ডুয়ালকোর প্রসেসর থাকতে পারে এবং হ্যান্ডসেটটি এ বছর জুন-জুলাইয়ের মধ্যে বাজারে আসবে।
স্যামমোবাইলের অধিকাংশ “লিক” এ পর্যন্ত সত্যি হয়েছে। দেখা যাক, গ্যালাক্সি এস ফোর মিনির ক্ষেত্রে কী হয়…
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।