স্যামসাং চালু করল ফ্রি স্ট্রিমিং সার্ভিস ‘মিল্ক মিউজিক’

milk musicস্মার্টফোন জায়ান্ট স্যামসাং লঞ্চ করল ফ্রি মিউজিক স্ট্রিমিং সার্ভিস ‘মিল্ক মিউজিক’; এটি প্রথমদিকে সম্পূর্ণ বিজ্ঞাপনমুক্ত থাকবে এবং সেবাটির জন্য কোনো ফি প্রযোজ্য হবেনা। মিল্ক মিউজিকে রয়েছে ২০০ এর বেশি রেডিও স্টেশন এবং ১৩ মিলিয়ন গান। এটি শুরুর দিকে কেবলমাত্র স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনগুলোর জন্যই উপলভ্য হবে এবং যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা সেবাটি উপভোগ করতে পারবেন।

অনলাইন মিউজিক স্ট্রিমিং সার্ভিস বর্তমান সময়ে বেশ জনপ্রিয় এবং অ্যাপল, গুগল, মাইক্রোসফট সহ অনেক কোম্পানিই এজাতীয় সেবা দিচ্ছে। তবে ইতোমধ্যেই শক্ত অবস্থানে থাকা স্পটিফাই, প্যানডোরা এবং আইটিউনস রেডিও’র ভীড়ে স্যামসাংয়ের জন্য এই বাজার দখল করা মোটেই সহজ হবেনা।

কেননা উপরোক্ত স্ট্রিমিং সার্ভিসিগুলোর কোনো কোনোটি ওয়েবের পাশাপাশি যেকোনো স্মার্টফোনেই উপলভ্য আছে। অপরদিকে স্যামসাংয়ের মিল্ক মিউজিক শুধুমাত্র গ্যালাক্সি স্মার্টফোনের জন্যই।

স্যামসাংয়ের মিউজিক সেবা এটাই প্রথমবারের মত নয়। এর আগেও ২০১২ সালে ‘মিউজিক হাব’ ব্র্যান্ডের স্ট্রিমিং সার্ভিস চালু করেছিল কোম্পানিটি। তবে সম্প্রতি সেটি বন্ধ করে দেয়া হয়।

গুগল প্লে থেকে আপনার স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনের জন্য মিল্ক মিউজিক ডাউনলোড করতে চাইলে এই লিংক ভিজিট করুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *