স্যামসাং গ্যালাক্সি এস থ্রি লক স্ক্রিনে বাগঃ নিরাপত্তাহীনতায় ব্যক্তিগত তথ্য

কিছুদিন আগে স্যামসাং গ্যালাক্সি নোট টু এর লক স্ক্রিন বাগ নিয়ে অভিযোগ উঠেছিল। এবার একই কোম্পানির আরেকটি ফ্ল্যাগশিপ ডিভাইসের বিরুদ্ধে সফটওয়্যারে ত্রুটি থাকার দাবী এল। গ্যালাক্সি এস থ্রি স্মার্টফোন ব্যবহারকারীরা সেটটির লক স্ক্রিনের বাগ বাইপাস করে ফোনের সমস্ত ফাংশন চালানোর মত এক্সেস লাভ করতে সক্ষম।

এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বিভিন্ন ভার্সন (৪.১.১, ৪.১.২) চালিত এই স্মার্টফোনে রয়ে যাওয়া বাগ বেশ কয়েকটি প্রযুক্তি সাইট কর্তৃক সফলভাবে পরীক্ষা করা হয়েছে। ত্রুটিটি প্রথম আবিষ্কার করেন সিন ম্যাক মিলান

গ্যালাক্সি সিরিজের জনপ্রিয় এই ফোনে সামান্য একটু কৌশল করেই বাগের “সুবিধা” নেয়া সম্ভব। নীচের ধাপগুলো অনুসরণ করে আপনিও গ্যালাক্সি এস থ্রি’র সফটওয়্যারজনিত ত্রুটির প্রমাণ পেতে পারেন।

১. কোড এন্ট্রি স্ক্রিনে ইমার্জেন্সি কল অপশন প্রেস করুন

২. সেখান থেকে ইমার্জেন্সি কনটাক্টসে ক্লিক করুন

৩. এবার হোম বাটনে একবার প্রেস করুন এবং সাথে সাথে পাওয়ার বাটন চাপ দিন।

৫. ধাপগুলো সঠিক ভাবে সম্পন্ন করতে পারলে পুনরায় পাওয়ার বাটন প্রেস করলে আপনি গ্যালাক্সি এস থ্রি’র হোম স্ক্রিনে চলে আসবেন।

মাত্র কিছুদিন আগেই গ্যালাক্সি এস থ্রি’র সফটওয়্যারে বহুদিন ধরে থাকা আরেকটি বাগের ব্যাপারে বড় আকারে সমালোচনা শুরু হয়। কপি-পেস্ট সঙ্ক্রান্ত ঐ বাগ ডিভাইসটি বাজারে আসার কয়েক সপ্তাহের মধ্যেই স্যামসাংয়ের নজরে আনা হলেও কোম্পানিটি কোন ব্যবস্থা নেয়নি। সম্প্রতি বাগটি ফিক্স করার  প্রতিশ্রুতি দেয় প্রতিষ্ঠানটি।

শুধু স্যামসাং নয়, গত মাসে অ্যাপল আইওএস ৬.১ এর সর্বশেষ ভার্সনে প্রায় একই নিয়মে লক স্ক্রিনকে ফাঁকি দেয়ার উপায় বের হয় যা পরবর্তীতে ফিক্স ইস্যুর মাধ্যমে সমাধান করে আইফোন নির্মাতা।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *