রবি গ্রাহকদের জন্য গুগল নেক্সাস ৭ ট্যাব জেতার সুযোগ

robi akhoni dotcom google nexus ..বাংলাদেশের মোবাইল অপারেটর রবি সীমিত সময়ের জন্য প্রতিদিন একজন গ্রাহককে গুগল নেক্সাস ৭ ট্যাবলেট জেতার সুযোগ দিচ্ছে। এক্ষেত্রে কোম্পানিটির যে সাবস্ক্রাইবার একদিনে Akhoni.com থেকে সবচেয়ে বেশি পরিমাণে পণ্য ক্রয় করবেন, তাকে ক্যাম্পেইন চলাকালীন সময়ে একটি করে ব্র্যান্ড নিউ ‘Google Nexus 7’ পুরস্কার দেওয়া হবে।

৩মার্চ – ৯ মার্চ, ২০১৪ পর্যন্ত ক্যাম্পেইনটি চলবে। এতে অংশগ্রহণের উপযোগী হতে হলে প্রত্যেক রবি গ্রাহককে নিজের রবি নাম্বার ব্যাবহার করে Akhoni.com এ রেজিস্টার করতে হবে।

৫০০ টাকার বেশি পণ্য কিনলে পরবর্তী কেনাকাটার আগ পর্যন্ত ৭৭ টাকার গিফট ভাউচার উপভোগ করা যাবে। রবি গ্রাহকরা ৭ মেগাবাইটের ডাটা প্যাকেজ ব্যবহার করে বিনামূল্যেই Akhoni.com ব্রাউজ করতে পারবেন।

এছাড়া টি-শার্ট, জুয়েলারি, ঘড়ি ও কনটাক্ট লেন্সসহ এখনই ডটকমের কয়েকটি নির্দিষ্ট পণ্যের ওপর বিশেষ অফার উপভোগ করতে পারবেন অপারেটরটির গ্রাহকরা। ক্যাম্পেইন শুরুর ৩য় দিনের মধ্যে রবি ফেসবুক পেজ এর মাধ্যমে বিজয়ী ঘোষণা করা শুরু হবে।

বিস্তারিত জানতে ওয়েবসাইট-এর হটলিংক: bitly.com/akhoni_web অথবা www.akhoni.com ভিসিট করুন/ +৮৮ ০৯৬ ১১ ৫৫ ৭৭ ৮৮ কল করুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

1 Comment

  1. আরাফাত বিন সুলতান Post authorReply

    হুম… মন্তব্যের জন্য ধন্যবাদ :)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *