আউটলুক ডটকমের জন্য ওয়েব ভিত্তিক স্কাইপ চালু করল মাইক্রোসফট

skype outlookঅবশেষে বিশ্বব্যাপী ওয়েব ভিত্তিক স্কাইপ কলিং ফিচার চালু করল মাইক্রোসফট। কোম্পানিটির ইমেইল সেবা ‘আউটলুক ডটকম’ এর মধ্য থেকেই এখন স্কাইপ ব্যবহার করা যাবে। এজন্য আলাদা স্কাইপ এপ্লিকেশন ইনস্টল করার দরকার হবেনা। গত বছর আউটলুকে স্কাইপ চালু হলেও তা কেবলমাত্র নির্দিষ্ট কিছু দেশের ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে উপলভ্য ছিল।

আউটলুক ডটকমের সাথে আপনার স্কাইপ একাউন্ট সংযুক্ত করে ভিডিও/অডিও কল করার জন্য শুধু একটি প্লাগিন দরকার হবে। এই লিংক ভিজিট করে প্লাগিনটি নামিয়ে নিন। এরপর আউটলুক ডটকমের সাথে স্কাইপ কানেক্ট করে ইমেইল ইনবক্সের মধ্য দিয়েই অন্যান্য স্কাইপ ব্যবহারকারীদের কল করুন।

এছাড়া, স্কাইপের পিসি সফটওয়ারেও উন্নতি এনেছে মাইক্রোসফট। এখন থেকে পিসিতে স্কাইপ ব্যবহার করে এইচডি ভিডিও চ্যাট করা যাবে। আপনি যদি ম্যাক ইউজার হয়ে থাকেন, তাহলে আপনার জন্যও আছে স্কাইপ সাফারি প্লাগিন। এ সঙ্ক্রান্ত সকল তথ্য দেখুন স্কাইপের এই অফিসিয়াল ব্লগ পোস্টে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *