রেডমি সাব-ব্র্যান্ডের নতুন এন্ড্রয়েড স্মার্টফোন শাওমি রেডমি ৭ আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো। এটি হচ্ছে এই মুহূর্তে শাওমির অন্যতম সুলভ কিন্তু শক্তিশালী রেডমি স্মার্টফোন। এর পরেই আছে রেডমি নোট ৭ সিরিজ।
শাওমি রেডমি ৭ ফোনে রয়েছে ৬.২৬ ইঞ্চি এলসিডি স্ক্রিন, যাতে পাবেন এইচডি+ রেস্যুলেশন। এন্ড্রয়েড ৯.০ পাই ওএস চালিত এই ফোনে থাকছে এমআইইউআই স্কিন। চলুন দেখে নিই এর বিস্তারিত স্পেসিফিকেশন।
শাওমি রেডমি ৭ স্পেসিফিকেশন
- স্ক্রিনঃ ৬.২৬ ইঞ্চি (৭২০ x ১৫২০পি, ২৬৯ পিপিআই, ১৯:৯ অ্যাসপেক্ট র্যাশিও), আইপিএস এলসিডি, গরিলা গ্লাস, ছোট্ট ওয়াটার ড্রপ নচ।
 - প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৬৩২ অক্টাকোর ১৪ ন্যানোমিটার সিপিইউ, এড্রিনো ৫০৬ জিপিইউ।
 - র্যামঃ ২জিবি/৩জিবি/৪জিবি।
 - স্টোরেজঃ ১৬/৬৪/৩২ জিবি। ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট আছে।
 - ক্যামেরাঃ পেছনে ১২ + ২ মেগাপিক্সেল মিলিয়ে মোট ২টি এআই ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ। সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা (ফেইস আনলক, এআই, বিউটিফাই)।
 - ব্যাটারিঃ ৪০০০ এমএএইচ, ফাস্ট চার্জিং সুবিধা।
 - ওএসঃ এন্ড্রয়েড ৯.০ পাই, এমআইইউআই স্কিন।
 - সিমঃ ডুয়াল সিম, ফোরজি এলটিই।
 - লক-আনলকঃ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর (ফোনের পেছনে), ফেইস আনলক।
 - অন্যান্যঃ এফএম রেডিও, ৩.৫ মিমি হেডফোন জ্যাক, ব্লুটুথ ৪.২, মাইক্রো ইউএসবি ২.০ প্রভৃতি, রং- কালো, লাল, নীল।
 - ওজনঃ ১৮০ গ্রামের মত, পুরুত্ব ৮.৫ মিলিমিটার।
 
শাওমি রেডমি ৭ ফোন প্রথম ফ্ল্যাশ সেল এ বিক্রি হবে ২৬শে মার্চ চীনে। এর দাম ১০৫ ডলার থেকে শুরু (২/১৬)।
এছাড়া ৩/৩২ ভ্যারিয়েন্টের দাম ১২০ ডলার ও ৪/৬৪ ভ্যারিয়েন্ট পাবেন ১৫০ ডলারে। আশা করা যায় এপ্রিলেই বাংলাদেশের বাজারে চলে আসবে ফোনটি। তবে এর দাম বাংলাদেশে কত হয় তা জানার জন্য আমাদের সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আরো পড়ুন
- শাওমি মি ৯ এলো ফ্ল্যাগশিপ সব ফিচার নিয়ে!
 - ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার শাওমি রেডমি নোট ৭ মাত্র ১৫০ ডলারে!
 
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
 - বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
 - বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
 - গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
 - বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
 - প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।
 



 
			আমাদের যেকোনো প্রশ্ন করুন!