শাওমি মি মিক্স ২এস এলো ‘আইফোন ১০ এর চেয়ে ভাল ফিচার’ নিয়ে

শাওমি মি মিক্স ২এস

চীনের সাংহাইয়ে আজ শাওমি তাদের নতুন এন্ড্রয়েড ফ্ল্যাগশিপ স্মার্টফোন মি মিক্স ২এস উন্মোচন করল। স্ক্রিনের পাশে অত্যন্ত কম জায়গা নিয়ে আসা মি মিক্স সিরিজের এটি তৃতীয় ফোন। শাওমি দাবী করছে, মি মিক্স ২এস অ্যাপল আইফোন ১০ এর চেয়েও ভাল ফিচার নিয়ে আসছে।

ফোনটিতে এর অরিজিনাল বেজেল-লেস ডিজাইনের পাশাপাশি আরও থাকছে উন্নততর ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা। সিরামিক বডির মি মিক্স ২এস ফোনের ডিসপ্লেতে কোনো নোচ/খাঁজ নেই, যা হালের ট্রেন্ড বলে অনেক ফোন নির্মাতাই মনে করছে। এর ফ্রন্ট ক্যামেরাটি ডিসপ্লের নিচের দিকেই থাকছে।

শাওমি মি মিক্স ২এস

তো, চলুন দেখে নিই কী কী নিয়ে আসছে শাওমি মি মিক্স ২এস

  • স্ক্রিনঃ ৫.৯৯ ইঞ্চি ফুল এইচডি (২১৬০ x ১০৮০পি, ৪০৩ পিপিআই, ১৮:৯ অ্যাসপেক্ট র‍্যাশিও), আইপিএস এলসিডি, গরিলা গ্লাস ৪
  • প্রসেসরঃ ২.৮ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৮৪৫ অক্টাকোর সিপিইউ, এড্রিনো ৬৩০ জিপিইউ
  • র‍্যামঃ ৬জিবি/৮জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি বা ১২৮ জিবি (৬জিবি র‍্যাম) / ২৫৬জিবি (৮জিবি র‍্যাম), মাইক্রোএসডি স্লট নেই
  • ক্যামেরাঃ পেছনে ১২ মেগাপিক্সেল দুটি ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ। সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা; মূল ক্যামেরার ডিএক্সওমার্ক স্কোর ৯৭, যা স্টিল ফটোগ্রাফিতে আইফোন ১০ এর সমান (১০১ সাবস্কোর) পেয়েছে
  • ব্যাটারিঃ ৩৪০০ এমএএইচ, কিউআই ওয়্যারলেস চার্জিং
  • ওএসঃ এন্ড্রয়েড ৮.০ ওরিও, এমআইইউআই ৯.৫
  • সিমঃ ডুয়াল সিম, ফোরজি
  • লক-আনলকঃ পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেইস আনলক
  • অন্যান্যঃ ৩.৫ মিমি হেডফোন জ্যাক নেই, এফএম রেডিও নেই, ব্লুটুথ ৫, চীনা গ্রাহকদের জন্য শাওমি এআই এসিস্ট্যান্ট
  • ওজনঃ ১৯১ গ্রাম, পুরুত্ব ৮.১ মিলিমিটার

শাওমি মি মিক্স ২এস

শাওমি মি মিক্স ২এস ফোনের ক্যামেরা অ্যাপে এসেছে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার ও অ্যানিমেটেড জিআইএফ তৈরির সুবিধা। শাওমি মি মিক্স ২ এস এর ৬জিবি-৬৪জিবি ভ্যারিয়েন্টের দাম হবে ৫২৭ ডলার, ৬জিবি-১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম ৫৭৫ ডলার এবং ৮জিবি-২৫৬জিবি মডেলের দাম ৬৪০ ডলার (এটির সাথে ওয়্যারলেস চার্জার ফ্রি দেয়া হবে)।

কালো ও সাদা রঙে ফোনটি এপ্রিলে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। আপনি কোনটি কিনবেন?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *