কিছুক্ষণ আগে নিউইয়র্কে এক ইভেন্টে নতুন ফ্ল্যাগশিপ এন্ড্রয়েড স্মার্টফোন উন্মোচন করল স্যামসাং। এটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস৮, যা দেখার অপেক্ষায় ছিল পুরো প্রযুক্তি বিশ্ব। দুটি মডেলে বাজারে আসবে ডিভাইসটিঃ গ্যালাক্সি এস৮ (৫.৮ ইঞ্চি স্ক্রিন), এবং গ্যালাক্সি এস৮ প্লাস (৬.২ ইঞ্চি স্ক্রিন)। গ্যালাক্সি এস৮ এর অসাধারণ ডিজাইন আর স্পেসিফিকেশন দেখে আপনার এটি পছন্দ হবেই। চলুন প্রথমেই জেনে নিই এর স্পেসিফিকেশন।
Processor
- US: Qualcomm Snapdragon 835 Octa core (2.35 GHz Quad + 1.7 GHZ Quad)
- International: Samsung Exynos Octa core (2.35 GHz Quad + 1.9 GHZ Quad)
Display
- Galaxy S8: 5.8-inch OLED, 2960 x 1440, 570ppi
- Galaxy S8 Plus: 6.2-inch OLED, 2960 x 1440, 529ppi
Cameras
- Rear: 12-megapixel, OIS, F1.7
- Front: 8-megapixel, auto focus, F1.7
Batteries
- Galaxy S8: 3,000 mAh
- Galaxy S8 Plus: 3,500 mAh
Dimensions
- Galaxy S8: 148.9 x 68.1 x 8 mm, 155g
- Galaxy S8 Plus: 159.5 x 73.4 x 8.1 mm, 173g
Other specs
- Android 7.0 Nougat
- USB-C, 3.5mm headphone jack
- NFC and MST for Samsung Pay
- IP68 water and dust resistant
- Wireless charging
- LTE Cat.16
- Bluetooth 5.0, can stream to two devices
- Wi-Fi a/b/g/n/ac
পানিরোধী গ্যালাক্সি এস৮ ফোনে থাকছে ডিজিটাল অ্যাসিস্ট্যান অ্যাপ্লিকেশন বিক্সবি। অ্যাপল আইফোনের সিরির মত কাজ করবে স্যামসাং বিক্সবি। ফোন দুটিতে কোনো বাস্তব হোমবাটন নেই। বরং স্ক্রিনে ভার্চুয়াল হোম বাটন দেয়া থাকবে। আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে ফোনের পেছনের দিকে, ক্যামেরার পাশে।
আরও থাকবে চোখ এবং ফেইস স্ক্যানার যার মাধ্যমে ফোন লক-আনলক করা যাবে। এখানে দেখে নিন গ্যালাক্সি এস৮ উন্মোচনের ভিডিও।
স্যামসাং গ্যালাক্সি এস৮ এবং গ্যালাক্সি এস৮ প্লাস প্রিঅর্ডার করা যাবে আগামীকাল থেকেই। আর ডিভাইসদুটি বাজারে আসবে ২১ এপ্রিল থেকে। তবে গ্যালাক্সি এস৮ বা এস৮ প্লাসের দাম কত হবে তা আজ জানায়নি স্যামসাং। খুব সম্ভবত এর দাম ৭২০ ডলার থেকে শুরু হবে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।