বাংলাদেশের ক্রিকেট নিয়ে গ্রামীণফোনের এই ভিডিওটি আপনার চোখে জল এনে দেবে

img2 bt24

ফেসবুকে গ্রামীণফোনের একটা ভিডিও অ্যাড দেখে মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার গল্প সমৃদ্ধ এই ভিডিওটি দেখে আপনার অজান্তেই চোখ ভিজে যাবে।

প্রথমেই ক্লিপটিতে দেখা যায় এক কিশোর তার কাজের ফাঁকে বাংলাদেশের ক্রিকেট খেলা দেখছে।

img1 bt24

 

যখনই খেলা জমল, ছেলেটি উল্লাসে লাফিয়ে উঠল। কিন্তু তাকে আর খেলা দেখতে দেয়া হলনা।

img000 bt24

 

টিভির সামনে থেকে তাড়িয়ে দেয়া হল।

img4 bt24

 

… এক পথশিশু রাস্তায় জ্যামে অপেক্ষারত গাড়ীর মধ্যে মোবাইলে লাইভ চলতে থাকা খেলা দেখছিল।

img5 bt24

 

গাড়িতে থাকা মানুষটিও এতে সায় দেয়, কিন্তু জ্যাম ছেড়ে দিলে ছোট্ট মেয়েটি আর খেলা দেখতে পারেনা…

img-roadll bt24

 

আরেকটি ছেলে অন্য বাসার জানালা থেকে উঁকি মেরে খেলা দেখার চেষ্টা করছিল…

img-janala bt24

 

কিন্তু বাসার মানুষটি জানালা বন্ধ করে দেয়।

img-wc bt24

 

শিশু তিনটির চমৎকার অভিনয়ে ভিডিওটি প্রাণবন্ত হয়ে ওঠে। তাদের এই মন খারাপের মাঝখানে হঠাত যেন আলো জ্বলে ওঠে।

img32423 bt24

 

কিন্তু কীভাবে? সেটা জানতে নিচে এম্বেড করে দেয়া ভিডিওটি দেখুন।

ভিডিওটি কেমন লাগল?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *