সম্পূর্ণ ধাতব কাঠামো (ফুল মেটাল কেসিং) সমৃদ্ধ স্যামসাংয়ের প্রথম স্মার্টফোন গ্যালাক্সি এ৫ এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে। ২০১৪ এর অক্টোবরে ঘোষিত এই হ্যান্ডসেটটি নিয়ে বেশ হইচই পরে গিয়েছিল। স্লিম ও স্টাইলিশ স্যামসাং গ্যালাক্সি এ৫ ফোনে রয়েছে সুপার অ্যামোলেড ৫.০ ইঞ্চি (৭২০ x ১২৮০পি) স্ক্রিন, এন্ড্রয়েড ৪.৪.৪ কিটক্যাট ওএস, ১.২ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৪১০ সিপিইউ, ২জিবি র্যাম, ১৬জিবি স্টোরেজ প্রভৃতি।
স্মার্টফোনটিতে পাবেন ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে ৬৪জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড যুক্ত করতে পারেন। আর নেটওয়ার্ক/কানেক্টিভিটি অপশন হিসেবে থাকছে ডুয়াল সিম, থ্রিজি, ফোরজি, ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি, এফএম, জিপিএস প্রভৃতি।
গ্যালাক্সি এ৫ ফোনে দেয়া হয়েছে নন-রিমুভেবল ২৩০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি। সেটটি বাজারে এসেছে মোট ৬টি ভিন্ন ভিন্ন রঙে যেমন, পার্ল হোয়াইট, মিডনাইট ব্ল্যাক, প্লাটিনাম সিলভার, সফট পিংক, লাইট ব্লু এবং শ্যাম্পেন গোল্ড। অবশ্য বাংলাদেশে সবগুলো কালার ভ্যারিয়েন্ট না-ও পেতে পারেন।
শুরুর দিকে গ্যালাক্সি এ৫ স্মার্টফোনের দাম ৫৫০ ডলার (৪৩ হাজার টাকার মত) বলে খবর পাওয়া গেলেও পরবর্তীতে বাজার ধরার জন্য ডিভাইসটির দাম কমিয়ে দিয়েছে স্যামসাং। বর্তমানে এর মূল্য মোটামুটি ৩৮৮ ডলার বা ৩০ হাজার ৯০০ টাকা। ফোনটি কিনতে আপনার নিকটস্থ স্যামসাং স্মার্টফোন ক্যাফেতে যোগাযোগ করুন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।