গাড়ি বানাচ্ছে অ্যাপল?

টেক জায়ান্ট অ্যাপল গাড়ি নির্মাণ করছে, কয়েক মাস ধরেই এরকম একটি গুজব চলে আসছিল। আর এখন ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে, ইলেকট্রিক কার (বিদ্যুৎ চালিত গাড়ি) তৈরির জন্য অ্যাপলের ১ হাজারের বেশি সদস্য বিশিষ্ট একটি দল কাজ করছে। ‘প্রজেক্ট টাইটান’ নামের এই গোপন প্রকল্পটি মিনিভ্যানের মত গঠনের বৈদ্যুতিক গাড়ি ডিজাইন করেছে। এক বছরের বেশি সময় ধরে এই টিম কাজ করে আসছে।

তবে অ্যাপলের এই প্রজেক্টটি সাফল্যের মুখ দেখবে কিনা সে বিষয়টি নিশ্চিত নয়। শেষ পর্যন্ত রাস্তায় চলার উপযোগী গাড়ি নির্মাণের সিদ্ধান্ত বাতিলও করতে পারে অ্যাপল। তবে প্রকল্পটিতে গাড়ির ড্যাশবোর্ড সফটওয়্যার, ইলেকট্রনিক পার্টস, ব্যাটারি প্রভৃতি প্রযুক্তি নিয়ে যে গবেষণা ও উন্নয়ন চালানো হয়েছে তা কোম্পানিটির অন্যান্য পণ্যেও কাজে আসতে পারে।

এর আগেও অ্যাপল এমন অনেক প্রজেক্ট হাতে নিয়েছিল যেগুলো চূড়ান্তভাবে আর বাজারজাত করা হয়নি। এমনই একটি প্রজেক্ট ছিল ‘আইটিভি’ টেলিভিশন যা এখনও পর্যন্ত গুজবের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *