মাইক্রোসফটের জনপ্রিয়তম লুমিয়া ফোন পাচ্ছেনা উইন্ডোজ ১০ এর সকল ফিচার

lumia 520 ...;;

উইন্ডোজ ফোন জনপ্রিয় করে তুলতে অপেক্ষাকৃত কম দামের স্মার্টফোন রিলিজ করার দিকে কয়েক বছর ধরেই মনোযোগী মাইক্রোসফট। মোটামুটি সস্তা এসব লুমিয়া ফোন গ্রাহক পর্যায়েও বেশ প্রশংসা পায়। কিন্তু উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম আপডেট এলে এসব কম ক্ষমতার হার্ডওয়্যার সম্পন্ন লুমিয়া ফোন পূর্ণ সুবিধা নিতে পারবেনা।

মাইক্রোসফটের উচ্চপদস্থ কর্মকর্তা জো বেলফোর সম্প্রতি এক টুইটের মাধ্যমে জানিয়েছেন, তারা কম স্পেসিফিকেশন সম্পন্ন লুমিয়া ডিভাইসের জন্যও কাজ করছেন, তবে ৫১২ মেগাবাইট র‍্যাম বিশিষ্ট ফোনগুলো উইন্ডোজ ১০ এর সকল সুবিধা নাও পেতে পারে।

twitter joe belfore

উইন্ডোজ ১০ এর ঠিক কোন কোন ফিচার এসব কম দামের লুমিয়ায় উপলভ্য হবেনা, সে ব্যাপারে নির্দিষ্ট কিছু বলেননি মিঃ বেলফোর।

এখন পর্যন্ত মাইক্রোসফটের সবচেয়ে জনপ্রিয় উইন্ডোজ ফোন ডিভাইস হচ্ছে লুমিয়া ৫২০ যাতে ৫১২ মেগাবাইট র‍্যাম রয়েছে। একইভাবে আরও আছে লুমিয়া ৬৩০, লুমিয়া ৬২৫ ও লুমিয়া ৫৩০- যেগুলোতে ৫১২ মেগাবাইট র‍্যাম দেয়া আছে। সুতরাং এসব ফোনে উইন্ডোজ ১০ এর সকল ফিচার পাওয়া যাবেনা একথা বলাই যায়।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *