উইন্ডোজ ফোন জনপ্রিয় করে তুলতে অপেক্ষাকৃত কম দামের স্মার্টফোন রিলিজ করার দিকে কয়েক বছর ধরেই মনোযোগী মাইক্রোসফট। মোটামুটি সস্তা এসব লুমিয়া ফোন গ্রাহক পর্যায়েও বেশ প্রশংসা পায়। কিন্তু উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম আপডেট এলে এসব কম ক্ষমতার হার্ডওয়্যার সম্পন্ন লুমিয়া ফোন পূর্ণ সুবিধা নিতে পারবেনা।
মাইক্রোসফটের উচ্চপদস্থ কর্মকর্তা জো বেলফোর সম্প্রতি এক টুইটের মাধ্যমে জানিয়েছেন, তারা কম স্পেসিফিকেশন সম্পন্ন লুমিয়া ডিভাইসের জন্যও কাজ করছেন, তবে ৫১২ মেগাবাইট র্যাম বিশিষ্ট ফোনগুলো উইন্ডোজ ১০ এর সকল সুবিধা নাও পেতে পারে।
উইন্ডোজ ১০ এর ঠিক কোন কোন ফিচার এসব কম দামের লুমিয়ায় উপলভ্য হবেনা, সে ব্যাপারে নির্দিষ্ট কিছু বলেননি মিঃ বেলফোর।
এখন পর্যন্ত মাইক্রোসফটের সবচেয়ে জনপ্রিয় উইন্ডোজ ফোন ডিভাইস হচ্ছে লুমিয়া ৫২০ যাতে ৫১২ মেগাবাইট র্যাম রয়েছে। একইভাবে আরও আছে লুমিয়া ৬৩০, লুমিয়া ৬২৫ ও লুমিয়া ৫৩০- যেগুলোতে ৫১২ মেগাবাইট র্যাম দেয়া আছে। সুতরাং এসব ফোনে উইন্ডোজ ১০ এর সকল ফিচার পাওয়া যাবেনা একথা বলাই যায়।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।