মাইক্রোসফটের বহুল আলোচিত ও সাম্প্রতিক সময়ে প্রশংসিত ডিজিটাল অ্যাসিট্যান্ট অ্যাপ ‘করটানা’ এবার কোম্পানিটির অফিস সফটওয়্যারেও যুক্ত হতে যাচ্ছে। ‘ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট’ নামের একটি অ্যাপ বর্তমানে প্রোটোটাইপ আকারে পাওয়া যাচ্ছে যা করটানা ব্যবহার করে ভয়েস কমান্ডের মাধ্যমে অফিস ডকুমেন্ট ওপেন, এডিট ও শেয়ার করতে পারে।
বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, করটানা’কে অফিস স্যুটের মোবাইল ও ডেস্কটপ ভার্সনের সাথে একীভূত করাই মাইক্রোসফটের উদ্দেশ্য।
যদি তাই হয়, তবে উইন্ডোজের গণ্ডি পেরিয়ে আইওএস ও এন্ড্রয়েডেও পৌঁছে যাবে করটানা। যেহেতু ম্যাকের জন্যও মাইক্রোসফট অফিস স্যুট রয়েছে, তাই অ্যাপলের কম্পিউটারে মাইক্রোসফটের ভার্চুয়াল এসিস্ট্যান্ট চলে এলেও অবাক করার কিছু থাকবেনা।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।